বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কাপ্তাই-মহাসড়কে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা : আহত ১৮
রাউজানে কাপ্তাই-মহাসড়কে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা : আহত ১৮
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের কাপ্তাই-মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অনন্ত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। আজ ২২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার ব্রাহ্মণহাট এলাকার
শাহ আমানত কনভেনশন হলের সামনে। জানা যায়, সকালে শহর থেকে আসা (চট্টগ্রাম-ব ০৫-০০৬২) নামের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা বাস্ট হয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িরটির সামনের অংশের সম্পূর্ণ অংশ দুমড়েমুচড়ে যাই। এতে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও স্থানীয় বেসরকারি হসপিটালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ জনের অধিক যাত্রী নিয়ে বাসটি গন্তব্য যাচ্ছিল। এসময় ব্রাহ্মণহাট এলাকায় এলে গাড়িটির সামনের একটি চাকা বাস্ট হলে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়েন। পরে সড়কের পাশে ছোট একটি গাছে ধাক্কা খেয়ে অপর আরও বড় গাছে ধাক্কা খান। এতে ঘটনাস্থলে গাড়িটা দুমড়েমুচড়ে যান, রক্তাক্ত অবস্থায় প্রায় ১৮ জন যাত্রী উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়। আহতদের মধ্যে গুরুত্ব রয়েছেন বাসচালক ও এক মহিলার অবস্থা আশংকা জনক বলে জানান। আহতদের মধ্যে বেশকয়েক জন ফেরিওয়ালাও ছিলেন। এই ঘটনা চারজনের পরিচয় নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা পুলিশ। তারা হলেন মাধবপুর থানার ওসমান গণির ছেলে মো. সাইফুল (২৪), আলিচর থানার মুরাদ নগরের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শরীফ (২৫), বাচা মিয়ার ছেলে নাদিম মিয়া (২০), মো. আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম (৪০)। আহত তাৎক্ষণিক সবার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দুপুরে ১২ টার দিকে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও যাত্রীসহ আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতা আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়।