বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা » স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে
স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে
ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২০২২ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠে ২২ ডিসেম্বর-২০২১ আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় লংগদু উপজেলা,বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও রূপকারী উচ্চ বিদ্যালয়সহ ০৩ টি ভলিবল প্রতিযোগী দল অংশ গ্রহণ করে। ১ম রাউন্ডের খেলা বাঘাইছড়ি উপজেলা সবুজ দল বনাম বাঘাইছড়ি উপজেলা নীল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা দল বনাম বাঘাইছড়ি উপজেলা নীল দলকে ৪ - ০ গোলে হারিয়ে বিজয় লাভ করে। ২য় রাউন্ড খেলায় বাঘাইছড়ি উপজেলা সবুজ দল বনাম লংগদু উপজেলা গোলাপী দল এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ৩০মিনিটের খেলায় বাঘাইছড়ি উপজেলা সবুজ দল বনাম লংগদু উপজেলা গোলাপী দলকে ১৪- ০১ গোলে হারিয়ে বাঘাইছড়ি উপজেলা সবুজ দল (রূপকারী উচ্চ বিদ্যালয়) দলীয় চ্যাম্পিয়ন এবং লংগদু উপজেলা গোলাপী দল (রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়) রানার্স-আপ হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক জেলা ক্রীড়া অফিসার, স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে দলীয় খেলার জার্সি বিতরণ করে খেলার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রপিসহ খেলোয়াড়দে কে ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন, সাবেক জেলা ক্রীড়া অফিসার, স্বপন কিশোর চাকমা, মো. আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) রাঙামাটি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ।
বাঘাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পঞ্চম কর্মকার রেফারী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ খেলাটি পরিচালনা করেন।