শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ
রাউজানে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার গ্রামের একটি পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরার সময়ে দেশীয় মাছের সাথে জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। জালে ধরা পড়া এই বিরল জাতের মাছটি রাউজানে গ্রামের পুকুরে জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মাছ। মাছটি প্রায় ৫ ইঞ্চি দৈর্ঘ্য। এই বিরল প্রজাতির মাছটির ওজন ৯০০ গ্রাম।।
২৪ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলা সদরে মুহাম্মদপুর গ্রামের ৩নং ওয়ার্ডে আলী সারাং এর বাড়ির শাহাজাহান চৌধুরী পারিবারিক পুকুর থেকে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির নাম ‘সাকার ফিস’ বা ক্যাটফিশ নামে পরিচিত। এই মাছটি আমাদের দেশের সৌখিন মানুষ’রা সখের বসে বাড়িতে বা বিভিন্ন অফিসে অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য জন্য।
এ বিষয়ে, শাহাজাহান চৌধুরী জানান, “সকালে বাড়ির সবাই নিজেদের পুকুরে হাত জাল বসিয়ে মাছ ধরছিলাম। এসময় দেশীর অনন্যা মাছের সাথে জালে ধরা পড়ে। মাছটির পুরো শরীর দেখতে কাটার মতো। পরে আমরা মাছটি আবারও আমাদের পুকুরে ছেড়ে দি।”