শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতরাতে ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য গভীর শোক জানিয়েছেন এবং এই মর্মান্তিক ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকান্ড’ হিসাবে আখ্যায়িত করেছেন।তিনি অগ্নিকান্ডে মূমুর্ষু ব্যক্তিদেরকে সম্ভব সর্বোচ্চ চিকিৎসা প্রদানের আহবান জানিয়েছেন। তাদের প্রয়োজনে ঢাকায় এনে উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্যেও তিনি দাবি জানিয়েছেন।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন , সড়ক দূর্ঘটনার লঞ্চসহ নৌ দুর্ঘটনাও একটি নৈমিত্তিক বিষয়ে পরিনত হয়েছে। এজন্য কাউকে বিশেষ কোন জবাবদিহি ও শাস্তিও পেতে হয়না।ফলে অন্যান্য ক্ষেত্রের মত নৌপথেও নৈরাজ্য চলছে।এর অসহায় শিকারে পরিনত হচ্ছে সাধারণ মানুষ।
তিনি উল্লেখ করেন , মুনাফালোভীদের দৌরাত্মে নৌযানে ফিটনেস ও শৃঙ্খলা বলে কিছু নেই। এ সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়না।
তিনি ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনার উপযুক্ত তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিহত ও আহতদের পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তিনি অবহেলাজনীত এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানান।