রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা দারাছুন্নাহ মাদ্রাসা পানিতে তলিয়ে যাচ্ছে
মাটিরাঙ্গা দারাছুন্নাহ মাদ্রাসা পানিতে তলিয়ে যাচ্ছে
মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরে অবস্থিত মাটিরাঙ্গা দারাছুন্নাহ মাদরাসা,হেফজখানা ও এতিমখানাটি ১৯৮১ প্রতিষ্ঠিত হয় ৷ প্রতিষ্ঠার পর থেকে এই দ্বীন-ই প্রতিষ্টানটি বেশ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে ৷ অসংখ্য মেধাবী মুখ ও কোরআনের হাফেজ এই প্রতিষ্ঠান খেকে শিক্ষা লাভ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিজ নিজ দায়িত্ব পালনে ৷
সরেজমিনে সংবাদ সংগ্রহকালে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আনোয়ার হুসাইন মিয়াজী এই প্রতিবেদককে জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির অবকাঠামো গুলো ভেঙ্গে ভেঙ্গে সর্বগ্রাসী ধলীয়া খালের পানিতে তলিয়ে যাচ্ছে অনবরত,যার কারনে মাদরাসার স্বাভাবিক কর্মকান্ড বা পাঠদান পরিচালনা করতে ভীষন সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক মন্ডলীদের ৷ অস্তিত্ব সংকটে রয়েছে প্রতিষ্ঠান প্রধানের আবাসিক ভবন,রান্নাঘর,প্রশাসনিক ভবন,হেফজখানা সহ কয়েকটি কাচা ও আধা পাকা ভবন ৷
২০১৪ সালে প্রবল বর্ষণে ছাত্র/ছাত্রীদের আবাসিক ঘর,রান্নাঘর,পাচটি টয়লেটসহ প্রায় ১ একর পরিমাণ ভূমি ধলীয়া খালের আগ্রাসী থাবায় বিলীন হয়ে যায় ৷ যে কোন সময় আবারও ভেঙ্গে পড়ে ঘটতে পারে প্রাণ নাশের মতো মারাত্বক দূর্ঘটনা ৷ দূর্ঘটনা এড়াতে এবং ছাত্র/ছাত্রীদের সচেতন করতে মাদরাসার পিছনের দিকে ইতিমধ্যে টাঙানো হয়েছে লাল পতাকা ৷ ঈদের ছুটিতে ছাত্র/ছাত্রীরা বাড়ী গেলেও ভয়ে তারা কেউ মাদরাসা প্রাঙ্গনে আসতে চাচ্ছেনা ৷
এ বিয়য়ে হেফজ বিভাগের ছাত্র মোঃ মাহিদুল ইসলাম ও মোঃ হুসাইন আহম্মেদ বলে,বৃষ্টি আসলেই জীবন রক্ষার স্বার্থে তারা প্রতিদিন তারা পাশের মসজিদে গিয়ে আশ্রয় নেয় ৷ ভয়ে আমরা হেফজখানার পিছনে যাইনা,চোখের সামনে প্রতিদিন মাদরাসার অংশ পানির তোড়ে ভেঙ্গে পড়ার দৃশ্য দেখে ভয় লাগে ৷
এ বিষয়ে মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,যে কোন মুহুর্তে ভবন ধসে পড়ার আতংক নিয়ে আমরা পাঠদান পরিচালনা করি ৷ দূর্ঘটনা এড়াতে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের সবসময় পাহারা দিয়ে রাখতে হয় ৷
মাদরাসাটি দূরাবস্থায় রয়েছে উল্লেখ করে এ বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম বলেন,মাদরাসা পরিচালক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যদিয়ে পাঠদান অব্যাহত রেখেছে ৷ ৩৭ বছরের পুরনো ঐতিহ্যবাসী এই দ্বীন-ই শিৰা প্রতিষ্ঠানটি রৰায় প্রশাসনের সূদৃষ্টি প্রয়োজন ৷
মাদরাসা সুত্রে জানা গেছে,মাটিরাঙা দারাছুন্নাহ মাদরাসার বর্তমান অবস্থা দেখতে সরেজমিন পরিদর্শণ করেছেন, মাটিরাঙ্গা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসি ,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল হক,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ আবু ইউসুফ চৌধুরী ৷
মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল কায়েস মাদ্রাসাটি দুরাবস্থার বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্থ মাদরাসাটি পরিদর্শণ করবেন বলে জানিয়েছেন ৷ আপলোড : ৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১২ ৫২ মিঃ