রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার দুই উপজেলায় ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
গাইবান্ধার দুই উপজেলায় ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
সাইফুল মিলন, গাইবান্ধা :: বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে গাইবান্ধার দুই উপজেলার ১৮টি ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে গোবিন্দগঞ্জের পাঁচগাছী ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান প্রার্থী আহত হলে ১ঘন্টা ভোটগ্রহণ স্থগিত থাাকার পর আবারও ভোটগ্রহণ শুরু করা হয়।
অপরদিকে কোচাশহর ইউনিয়নে আলুগাড়ি মাদ্রাসাকেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ১ঘন্টা ভোটগ্রহণ স্থগিত করা হয়।
উপজেলার শালমারা ইউনিয়নে হেয়াতপুরকেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থকদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে র্যাব।
চতুর্থ ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং পলাশবাড়ীর উপজেলার দুই ইউনিয়নসহ জেলার ১৮টি ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬১টি কেন্দ্রে ৩ লাখ ৬০ হাজার ৮৩৯ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৭৭৮ জন। এ ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে একই সাথে পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়নের ২২টি কেন্দ্রেও ভোট গ্রহণ শুরু হয়। এখানকার ভোটার সংখ্যা ৪৭ হাজার ৪৬১ জন।