সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ইউপি নির্বাচনে নৌকা-২ স্বতস্ত্র-৬ বিজয়ী
আত্রাইয়ে ইউপি নির্বাচনে নৌকা-২ স্বতস্ত্র-৬ বিজয়ী
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ৪র্থ ধাপে ৮ ইউনিয়নে নৌকা-২ বিএনপি-২ জামায়াত-১ আ’লীগ বিদ্রোহী-২ স্বতন্ত্র-১ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ২৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬০১২১ ভোটারের মধ্যে ১২০৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ৭৫.২৯ শতাংশ। ২৬ ডিসেম্বর রাতে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচিত চেয়ারম্যান হলেন ১নং সাহাগোলা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী এসএম মামুনুর রশিদ ঢোল প্রতীকে ৪১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী বিএনপি প্রার্থী এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু চশমা প্রতীকে পেয়েছেন ২২৯৭ ভোট ।
২নং ভোঁপাড়া ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজিম উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৯১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৫২১ ভোট ।
৩নং আহসানগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থী শেখ মো. মঞ্জুরুল আলম আনারস প্রতীকে ৭৫৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আক্কাছ আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৬৮৬৭ ভোট ।
৪নং পাঁচুপুর ইউনিয়নে জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম চশমা প্রতীকে ৫৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আফছার আলী প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭৫৩ ভোট ।
৫নং বিশা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন খান ঘোড়া প্রতীকে ৭৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ প্রার্থী আব্দুল মান্নান মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৩১৮ ভোট ।
৬নং মনিয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী স¤্রাট হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬১৩১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী মাসুম রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৬০৭ ভোট ।
৭নং কালিকাপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী নাজমুল হক নাদিম নৌকা প্রতীকে ৪৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী আ’লীগ বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মন্ডল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৭৪২ ভোট ।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় প্রতীক ছারা নির্বাচন হয়। এ আসনে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন মোটর সাইকেল প্রতীকে ৫৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্দী প্রার্থী এলতাছ উদ্দিন সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৯১৫ ভোট ।