বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিকরা পুরস্করের সাথে এখন থেকে পাবেন নগদ অর্থ
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ সাংবাদিকরা পুরস্করের সাথে এখন থেকে পাবেন নগদ অর্থ
টাফ রিপোর্টার :: সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ আগামী বছর ২০২২ সাল থেকে শ্রেষ্ঠ সংবাদিকদের জন্য পুরস্কর নীতি পরিবর্তন করেছেন।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ ৭ বছর ধরে শ্রেষ্ঠ সাংবাদিকের জন্য ১টি ক্রেষ্ট, ১টি সন্মাননা পত্র, মোটরসাইকেল ষ্ট্রেকার, সিএইচটি মিডিয়ার ফিতা পেশাগত ১টি আইডি কার্ডসহ পুরস্কর প্রদান করে আসছে এসব এর সাথে এবার থেকে শ্রেষ্ঠ সাংবাদিক পাবেন নগদ অর্থ ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা।
মুহুতের সংবাদ মুহুর্তে পরিবেশন, নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, ভাষার প্রয়োগ, তথ্যের গুনগত দিক, সামাজিক সচেতনতা বিষয়ক সংবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সংবাদ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ ও নিয়মিত সংবাদ প্রেরণ ইত্যাদি দিক বিবেচনা করে প্রতি বছর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর একজন শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত করা করেন সম্পাদক মন্ডলীর সদস্যরা।
সামাজিক দায়িত্ববোধ, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ইত্যাদি একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ঠ্য। যেকোন সংবাদ তাৎক্ষনিক সরাসরী জনসাধারনের কাছে অনলাইনে পৃথিবীর প্রতিটি প্রান্তে তাৎক্ষনিক পরিবেশন করা এখন অত্যান্ত গুরুত্বপূর্ণ। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাঠ পর্যায়ের প্রত্যেক জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারা সংবাদ প্রেরণে যত্নবান।
২০২১ সালে সিএইচটি মিডিয়ার স্টাফ রিপোর্টার আবুল কাশেম তার কাজের মূল্যায়ন হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর ২০২১ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক আবুল কাশেম এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক খেতাব অন্য অনলাইন পত্রিকার সাংবাদিকদের বিবেচনায় নিয়ে করা হয়না, এটা কেবলমাত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের নিজস্ব সম্পাদনার সাথে জড়িতদের মধ্য থেকে মনোনয়ন করা হয়।