বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে পিসিজেএসএস-সংস্কারপন্থী ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত-২ : আহত-১
বাঘাইছড়িতে পিসিজেএসএস-সংস্কারপন্থী ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত-২ : আহত-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-রাঙামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস মূল) ও সংস্কারপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে ২জন নিহত ও ১জন আহত হয়েছে।
ঘটনার পর থেকে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এ ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি একে ৪৭ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, পিসিজেএসএস-মূল দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ- গণত্রান্তিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)।
এছাড়াও ৪কিলোঃ প্রশিক্ষণ টিলা এলাকার বাসিন্দা মনির হোসেন (২৫) নামে একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত মনিরকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।