বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ভোট ডাকাতির প্রতিবাদে ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করুন : সাইফুল হক
ভোট ডাকাতির প্রতিবাদে ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণসংগ্রামের ধারায় সরকারকে পিছু হঠাতে না পারলে ভোটের অধিকার, নিরপেক্ষ কার্যকরি নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার - কোন কিছুই অর্জন করা যাবে না।কেবল দাবি দাওয়া পেশ করে জনগণের গণতান্ত্রিক অধিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।অধিকার ও মুক্তি অর্জনে জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে গণপ্রতিরোধ আর আর গণজাগরণে রুপ দিতে হবে।
তিনি বলেন ,সরকারের যোগ্যতায় নয়, বিরোধীদলসমূহের দুর্বলতার জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার বহুবছর ধরে ক্ষমতায় থাকতে পারছে।
তিনি বলেন, তিন বছর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট আগের দিন রাতে কেটে নেয়ার ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটেছে। জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তবে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এবং গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকেই মারাত্মক বিপদের দিকে ঠেলে দিয়েছে। ৩০ ডিসেম্বরের কলংক আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভংকুর করে দিয়েছে; এই কলংক তাদেরকে তাড়া করে ফিরছে।
তিনি বলেন, বিদ্যমান সংকট রাজনৈতিক। একারণে রাষ্ট্রপতির সংলাপের আয়োজন করে বা তাঁর কাঁধে ভর করে বিদ্যমান গভীর সংকট থেকে বেরিয়ে আসা যাবে না।সংকটের সমাধান চাইলে সরকার ও সরকারি দলকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিরোধী দলসমূহের সাথে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠণের আইনী কাঠামো,সরকারের পদত্যাগ ও জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সমঝোতা ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি ২০১৮ সালে ভোট ডাকাতির প্রতিবাদে আগামীকাল ৩০ ডিসেম্বর “কালো দিবস” পালনের ডাক দিয়ে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশের কর্মসূচী সফল করে তোলারও আহবান জানান।
আজ দুপুরে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, আবুল কালাম, মোহাঃ সালাউদ্দিন , জোনায়েত হোসেন প্রমুখ।
সভার শুরুতে করোনায় প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।