বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মানুষকে যদি দান করো দু’হাত খুলে দান করো : ডঃ এনামুর রহমান
মানুষকে যদি দান করো দু’হাত খুলে দান করো : ডঃ এনামুর রহমান
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: ‘মানুষকে যদি দান করো দু’হাত খুলে দান করো’ অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডঃ মোঃ এনামুর রহমান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ এখানে এসেছি। তিনি আরও বলেন প্রধান মন্ত্রী বলেছেন আমরা যা খাই বা ব্যবহার করি তার থেকে উন্নতমানের খাবার দরিদ্র মানুষকে দিতে হবে, এবং দুহাত খুলে দিতে হবে গরীব অসহায় মানুষদেরকে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে ১২০জন প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন এমপি।
পরে বিকেল সাড়ে ৪টায় তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআরএস এর উদ্দ্যোগে “দূর্যোগ মোকাবেলায় তৃনমূল পর্যায়ে জনসাধারণের ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক” সেমিনারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবীর ও পৌর মেয়র মতলুবর রহমান।