বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিইসি গঠনে মহামান্য রাষ্টপতির সাথে সংলাপ হচ্ছে আওয়ামীলীগ সরকারের সাজানো নাটক : জুঁই চাকমা
সিইসি গঠনে মহামান্য রাষ্টপতির সাথে সংলাপ হচ্ছে আওয়ামীলীগ সরকারের সাজানো নাটক : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: দ্রব্যমূল্য নিয়ন্ত্রনসহ ন্যায্যমূল্যর চাল মাথা পিছু ৩ কেজি থেকে বাড়িয়ে মাথ পিছু ১০ কেজি করে দেওয়ার দাবি জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কায় রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদে অংশগ্রহণকারী বিপ্লবী নারী জুঁই চাকমা।
আজ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রঙামাটি সদর হাসপাতাল এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে জুঁই চাকমা সমর্থক ফোরাম আয়োজিত ভোট ডাকাতির ৩ বছর কালো দিবস এর আহবান আওয়ামী ফ্যাসিবাদি দুঃশাসন উচ্ছেদ কর, জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করে বিকল্প গণমঞ্চ গড়ে তুলুন এ শ্লোগান নিয়ে ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার যা করছে সবই গাযের জোরে করছে কোন কিছুতে জনগণের সম্পৃক্ততা নেই। সরকার জনগন পায়ে পিষে মারা পর্যায়ে রেখেছে ফলে সাধারন মানুষ নীরবে সহ্য করে যাচ্ছে। কারণ অন্যায়ের প্রতিবাদ এ সরকার সহ্য করতে পারেনা, সাধারন মানুষ মামলা, হামলা, গায়েব হয়ে যাওয়া থেকে সহ্য করে কোন রকম বেচে থাকার পথ বেছে নিয়েছে। কিন্তু সময় কাউকে ক্ষমা করেনা। তিনি বলেন আজ সাধারন মানুষের ভোটাধিকার হরনের ৩ বছর পূর্ণ হল। সাধারন মানুষের কাছে প্রতিবাদের হাতিয়ার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার ৩ বছর পুর্ণ হলো। সরকারের এই গণবিদ্বেষী কুকর্মের জন্য জনগণের সামনে একদিন বিচার হবে, সাধারন মানুষ হবে সেদিন বিচারক। আমরা সে সময়টার অপেক্ষায় আছি। সময় হলে সাধারন মানুষ ইটের জবাব পাটকেলে দিবে এটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, চাল, ডাল, চিনি, তেলসহ প্রতিটা নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম নাগালের বাইরে। যে হারে দ্রব্য মূল্যর দাম বেড়েছে সাধারন মানুষের উপার্জন বাড়েনি বরঞ্চ কমেছে তাহলে সাধারন মানুষ কিভাবে জীবন যাপন করছে সকলের জানা। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, দেশের প্রতিটা সেক্টর দলীয় বিচারে বিবেচিত হচ্ছে, প্রতিটা সেক্টরে দলীয় লোকজন ছাড়া সাধারন মানুষ উপেক্ষিত। এসময় তিনি বলেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ প্রতিটি সরকারী কার্যালয় এখন দলীয় কার্যালয়ে পরিনত হয়েছে। এখানে সরকার দলীয় লোকজন ছাড়া সাধারন মানুষ সম্পূর্ণ সুবিধা বঞ্চিত। সরকারের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলির যদি জনবিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র দলীয় লোকজনদের প্রধান্য দেয় তাহলে সাধারন মানুষ কোথায় যাবে ? রাঙামাটি জেলা পরিষদের মত ঘুষ দুর্ণীতি চাকুরী বাণিজ্য দলীয়করনের উদাহরণ দেশের কোথাও নেই, অথচ এসব ঘুষখোর, দুর্ণীতিবাজরাই রাঙামাটি জেলার নেতৃত্ব দিচ্ছে। তাই ভালো কিছু আশা করার কোন সুযোগ নেই। সেকারণে দেশের মেহনতি সাধারন মানুষের একটাই পথ খোলা আছে তা হলো এই গণবিরোধী গণবিচ্ছিন্ন সরকার উচ্ছেদ করে সংগ্রামী ঐক্যর মাধ্যমে বিকল্প গণমঞ্চ গঠন করা, যে গণমঞ্চ গঠিত হবে মেহনতী মানুষদের দ্বারা সাধারন মেহনতি মানুষের জন্য।
সংগ্রামী নারী জুঁই চাকমা বলেন, সিইসি গঠনে মহামান্য রাষ্টপতির সাথে সংলাপ হচ্ছে আওয়ামীলীগ সরকারের সাজানো নাটক। রাষ্ট্রপতি নিজেই গণমাধ্যমে বলছেন, রাষ্ট্রপতির হাতে কোন ক্ষমতা নেই, তাহলে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির ভুমিকা বা সংলাপের গুরুত্ব কি ?
জুঁই চাকমা সমর্থক ফোরাম এর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি সদর উপজেলার আহবায়ক এমিলি চৌধুরৗর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নানসহ জেলা, সদর উপজেলা ও পৌর কমিটির প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।