বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই-সড়কে ময়লার গাড়ির ধাক্কায় নিহত-১ : আহত-৩
কাপ্তাই-সড়কে ময়লার গাড়ির ধাক্কায় নিহত-১ : আহত-৩
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলী বাজারে কালোপুল নাম স্থানে ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই নারীসহ তিনজন। তারা সবাই একই পরিবারের।
গতকাল ২৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬. ৪৫ মিনিটের দিকে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালককে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশকে সোপর্দন করেন। ঘাতক ট্রাক চালক এর বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার শামসুল আলমের পুত্র মো. আলম (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক ময়লা নেওয়ার জন্য পাহাড়তলী বাজারে দিকে আসার পথে। ময়লার গাড়িটি ওভারটেক করে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কাদেয় এতে ঘটনাস্থলে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। নিহত নারী সাজেদা বেগম (৫৫)। ট্রাক নং চট্টমোট্রো-ন-১১-৭১১৩ ওভারটেক করতে গিয়ে অটোরিক্সাটির উপর গিয়ে পড়লে অটোরিক্সাটি ধুমরেমুচরে যায়। এই ঘটনায় হতাহতের সকলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাশ জিলানী পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করা গেছে। জানা যায়, তারা একটি সিএনজি অটোরিক্সা করে আসছিলেন একজন গর্ভবতী নারীকে নিয়ে রাউজানের নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে। এই ঘটনায় গাড়িতে থাকা সাজেদা বেগম ঘটনাস্থলে মারা যায়। আহত হয় এই গাড়িতে থাকা জালাল আহমদের স্ত্রী জুলেখা আকতার, নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার ও মৃত আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ আজগর। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের মেম্বার বাসু ঘোষ জানিয়েছেন দুঘর্টনার পর তিনিসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসেন। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা ধাওয়া করে আটক করেছে।
এ বিষয়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, একটি যাত্রীবাহী সিএনজি ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। আহতদের উদ্ধার স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন