বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাজাই মারমা পঞ্চম বারের মত চেয়ারম্যান নির্বাচিত : মাইসছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থীর পরাজয়
সাজাই মারমা পঞ্চম বারের মত চেয়ারম্যান নির্বাচিত : মাইসছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থীর পরাজয়
স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিত হওয়া ৫ কেন্দ্রে নির্বাচন আজ বৃহস্পতিবার ৩০ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
জেলার দীঘিনালা উপজেলার ২ ইউনিয়নের ৪ কেন্দ্রে এবং মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউপির ১ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে নিরাপত্তা নিয়ে ভয় ও শঙ্কায় ছিলো ভোটার ও অনেক প্রার্থীরা।
গণমাধ্যমে আশংকার কথা জানিয়ে ছিল কিন্তু স্থানীয় খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং মহালছড়ি উপজেলা প্রশাসন আগে থেকে শতর্ক থাকায় ভোট ডাকাতি ঠেকানো গেছে বলে নির্বাচন শংশ্লিষ্টদের ধারনা।
গত ২৮ ডিসেম্বর নির্বাচনে মাইসছড়ি ইউপির ৮ কেন্দ্রের সর্বোচ্চ আশি শতাংশ ভোট পড়েছে একটি কেন্দ্রে আর অন্যগুলোতে গড়ে ৬৩শতাংশ ।
মাইসছড়ি ইউপিতে স্থগিত হওয়া ২নং ওয়ার্ডের মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার ছিলো ১৩০৫টি। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জনের অধিক দেশের বাইরে।
অবশিষ্ট ১২৫৫ ভোট হতে নৌকার বিজয়ী হতে দরকার ছিলো ১২২৯ ভোট। আজ এ কেন্দ্রে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ৮৩২ ভোট আর আনারসের চেয়ারম্যান পদপ্রার্থীর জয়ের জন্য দরকার শুধু ২৮ ভোট। স্থগিত হওয়া ২নং ওয়ার্ডের মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পেয়েছেন ৩০৫ ভোট।
প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কার (আওয়ামীলীগ) মো. গিয়াস উদ্দিন লিডার পেয়েছে ২৯৬৯ ভোট।
আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পেয়েছে ৩৫৭৩ ভোট।
বেসরকারি ফলাফল ঘোষনা অনুযায়ী ৬০৪ ভোটের ব্যবধানে আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমাকে বিজয়ী ঘোষনা করা হয়।
সর্বশেষ মাইসছড়ি ইউপিতে নৌকা মার্কার (আওয়ামীলীগ) মো. গিয়াস উদ্দিন লিডার আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা নিকট আবার পরাজিত হলেন।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর-২০২১ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ৪ নং মাইসছড়ি ইউনিয়নে নয়টি কেন্দ্রের মধ্যে আগে থেকে ২ নং ওয়ার্ডের কেন্দ্রের ভোট গ্রহন বাতিল করা হয়।
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় যা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। রবিবার ভোটগ্রহণের শুরু থেকে কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিলো দীর্ঘ লাইন।
আটটি কেন্দ্রের ফলাফলে বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পঞ্চম বারের মত নির্বাচিত হওয়ার পথে ছিলেন।
মহালছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুয়াযী, মাইসছড়ি ইউপির ১ নং ওয়ার্ডে ৫৫৩ (আনারস), ২২৯ (নৌকা), ২ নং ওয়ার্ডে - ( আনারস) - (নৌকা) স্থগিত, ৩ নং ওয়ার্ডে ৬৭২ ( আনারস),৩০ (নৌকা), ৪ নং ওয়ার্ডে ৭৫০ (আনারস), ২৩ (নৌকা), ৫ নং ওয়ার্ডে ৩৫৮ (আনারস), ৭৮৪ (নৌকা), ৬ নং ওয়ার্ডে 0৮ (আনারস), ৫৮৪ (নৌকা), ৭ নং ওয়ার্ডে ৩৯৯ (আনারস), ৩৪৮ (নৌকা), ৮ নং ওয়ার্ডে ২২৪ (আনারস), ১৩৪ (নৌকা) এবং ৯ নং ওয়ার্ডে ৩০৪ (আনারস), ০৫ (নৌকা) ভোট পেয়েছেন।
৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী সাজাই মারমা পেয়েছেন ৩২৬৮ ভোট।
৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কার (আওয়ামীলীগ) মো. গিয়াস উদ্দিন লিডার পেয়েছে ২১৩৭ ভোট।
মাইসছড়ি ইউপিতে আনারস মার্কার (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে পঞ্চম বারের মত সাজাই মারমা জনগণ তাদের ভোট দিয়ে বিজয়ী করাতে তিনি দল-মত, ধর্মবর্ণ-নির্বিশেষে মাইসছড়ি ইউনিয়নের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহালছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিসার এবং নির্বাচনী কাজে নিয়োজিত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে মাইসছড়ি ইউনিয়নে মাইসছড়িতে স্থগিত হওয়া ২নং ওয়ার্ডের মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ জন্য ধন্যবাদ জানিয়েছেন।