শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গুনীজন » নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায়ের পরলোক গমন,রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত সম্পন্ন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায়ের পরলোক গমন,রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের অবঃসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায় (৬৯) বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর দিবাগত ভোররাতে পরলোক গমন করেন। মৃত্যুকালে মধুসূদন রায়,এক মেয়ে অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মধুসুসন রায়ের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে শেষকৃত সম্পন্ন করা হয়। বার্ধক্য জনিত কারনে তিনি পরলোক গমন করেন।
বৃহস্পতিবার বিকাল ২টায় রাস্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে শেষকৃত সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ নবীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ রাস্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও উত্তম কুমার দাশ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি অস্বাস্থ্যকর, নোংরা, জীবন বিপন্নকারী পরিবেশে খাদ্যদ্রব্য বিদ্যমান থাকা ও পরিবেশন করায় তারিন সুইটমিট, শান্তিবাগ রেস্টুরেন্ট, গোপাল মিষ্টান্ন ভান্ডার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান , এ ধরনের অভিযান বাজারে অব্যাহত থাকবে।