শনিবার ● ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন
নবীগঞ্জ কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন
নবীগঞ্জ প্রতিনিধি :: নতুন বছরের প্রথমদিনে বই বিতরন করা হয়েছে। কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ লা জানুয়ারী শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির,সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম,সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,অভিভাবক প্রতিনিধি বিধু ভুষন গোপ,সহকারী শিক্ষিকা অঞ্জলী রানী দাশ,সহকারী শিক্ষিকা হাসনা খানম,সহকারী শিক্ষিকা কলি চক্রবর্ত্তী,সহকারী শিক্ষিকা জবা রানী দাশসহ অভিভাবকবৃন্দ। বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্টিত
নবীগঞ্জ :: নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হস্তান্তর অনুষ্টান সম্পন্ন হয়েছে।
১ লা জানুয়ারী শনিবার দুপুরে নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এই অনুষ্টানের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দের যাত্রা শুরু হলো।
সভার শুরুতেই সংগঠনের বিদায়ী সাধারন সম্পাদক সেলিম তালুকদার এক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক সেলিম তালুকদারের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি,হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো: ফজলুর রহমান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,ওসি তদন্ত আমিনুল ইসলাম,বিশষ্ট সমাজ সেবক অধ্যাপক আব্দুল হান্নান,যুগ্ননির্বাচন কমিশনার সরোয়ার শিকদার,শওকত আলী,উপজেলা পজিব কর্মকর্তা সাকিল আহমেদ প্রমূখ।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাকিল হোসেন,সহসভাপতি আব্দুল মোহিত,সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু,যুগ্নসাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী,অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী,নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, আশাহীদ আলী আশা,সলিল বরন দাশ,সাবেক যুগ্নসাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম,সদস্য তোফাজ্জল হোসেন, মুহিবুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী জাকির হোসেন চৌধুরী প্রমৃখ।