শনিবার ● ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দালাল ছাড়া কাজ হয়না নির্বাচন অফিসে
রাউজানে দালাল ছাড়া কাজ হয়না নির্বাচন অফিসে
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাচন অফিসে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার নির্বাচন অফিসে সেবা নিতে এসে পদে পদে হয়রানি শিকার এর শেষ নেই বলে অভিযোগ মিলেছে। দালাল ছাড়া কাজ হয়না এই নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার, জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ও ভোটার এলাকা পরিবর্তন করতে আসেন সাধারন মানুষ। সেবা নিতে আসা এসব লোকজন প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে। তবে হলেও দেখার কেউ নেই।বিভিন্ন সূত্রে জানা যায়, ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন ও নতুন ভোটার হতে আসলে প্রথমে সাদিয়া কম্পিউটারের দোকানে গিয়ে ৩’শত টাকা হতে ৫’শত টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে ভুক্তভোগীরা নির্বাচন অফিসে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আদায় করে নেন টাকা। তাদের টাকা না দিলে নির্বাচন অফিস থেকে সাধারণ মানুষকে ফিরিয়ে দেয়া। যদিও দালাল ছাড়া সরজমিনে গিয়ে কাজ হলেও, বছরের পর বছর চলে যাওয়ার পরও। কার্ড পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। টাকা দিলে অফিসে থাকা লোকজন কাজ করে দেন। এছাড়াও নির্বাচন অফিসে রয়েছে অসংখ্য দালাল। দালালদের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ করে দেয়া হয়।ভোগান্তির শিকার হওয়া ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা শান্তি নগর এলাকার বাসিন্দা বেদুরা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে মোহাম্মদ ইয়াকুব আলীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈয়ারী করার জন্য ভোটার আইডি কার্ড করার জন্য গত দু’মাস পুর্বে যথা নিয়মে আবেদন করেন। আবেদনের পর ছবি তোলা হয় উপজেলা নির্বাচন অফিসে। গত দু’মাস অতিবাহিত হলেও তার ভোটার আইডি কার্ড না পেয়ে পাসপোর্ট তৈয়ারী করতে পারেনি। প্রতিদিন অফিসে এদিকে-সেদিকে ছোটাছুটি করেও ভোটর কার্ড না পেয়ে হতাশায় ভোগেন তারা।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছে জানতে চাইলে, তিনি প্রশিক্ষনে রয়েছে বলে দাবী করে বলেন, নির্বাচন অফিসে কোন দালাল রয়েছে কিনা তা আমার জানা নেই। সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া বা পদে পদে শিকার হওয়া বিষয়টি অস্বীকার করেন তিনি।