শনিবার ● ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড ও বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার ১ জানুয়ারি সকালে সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামেন এ সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ এতে অংশ নেয়।
সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনুসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড চাই না। জেলা শহরের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজলভ্য হবে পাশাপাশি অর্থৈনতিক উন্নয়নে জোরালো ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।