রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে নৌকার টিকেট পেলেন ফয়সল-গণি
বিশ্বনাথে নৌকার টিকেট পেলেন ফয়সল-গণি
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এর মধ্যে উপজেলার লামাকাজী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ এবং খাজাঞ্চী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি।
শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবী সভায় ওই দু’জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।
এর আগে, গত ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্যে স্থানীয় লামাকাজী বাজারের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
লামাকাজী ইউনিয়নে তৃণমূলের ৯ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ। ৮ ভোট পেয়ে দ্বিতীয় হন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরল হোসেন এবং ১ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন।
খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ১০ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। ৭ ভোট পেয়ে দ্বিতীয় হন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী এবং ৩ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইট।
বিশ্বনাথে ব্যারিষ্টার নাজির আহমদ সংবর্ধিত
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে নতুন হাবড়া বাজার দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই প্রদান ও প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ১লা জানুয়ারী সকালে স্হানীয় ৫নং দৌলতপুর ইউনিয়নে নতুন হাবড়া বাজার দাখিল মাদরাসার আয়োজনে মাদ্রসার কনফারেন্স হলরুমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য পাঠ্যবই প্রদান ও প্রবাসী ব্যারিষ্টার নাজির আহমদ দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুন নুর এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, আব্দাল মিয়া, সংগঠক হাজী ধন মিয়া, রবিউল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ প্রমুখ।
বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে রক্তের গ্রুপ নির্ণয়
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের গ্রীণফেয়ার স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ক্লাবের কার্যালয়ে এই ক্যাম্পেইন ও বিকেলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ক্লাবের সভাপতি শুকরান আহমেদ রানার সভাপতিত্বে উপজেলা ক্রিড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নজমুল ইসলাম, সিলেট জজ কোর্টের আইনজীবী মো. খালেদ হোসেন, বড়খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য মুহিবুর রহমান সোয়েব, জুবায়ের খান তানিম, রিমা বেগম, গ্রীণফেয়ার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার আবদুস সামাদ মাহবুব, প্রতিষ্ঠাতা সদস্য তাজ উদ্দিন, আবুল কালাম, অধিনায়ক আবদুল মালেক, সদস্য খালেদ মিয়া, শানুর মিয়া, সাহাব উদ্দিন, মারুফ আহমদ, রাফিদ হোসেন, কামাল মিয়া, আসাব আলী, নাসির উদ্দিন, সাইম উদ্দিন, শিব্বির আহমদ, পাপ্পু মিয়া, মাহবুব মিয়া, সায়েম আহমদ, শিপন আহমদ, তুহিন মিয়া, হুছন আলী, রিপন মিয়া, ইলিয়াস মিয়া, সুন্দর আলী, মাজিদ আহমদ, নবেল আহমদ, মাসাদ আহমদ, মিজান আহমদ, সাইদুল ইসলাম, কালু, লায়েছ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের সভাপতি মো. বাছিত হোসেন, সহসভাপতি নাজিম খান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ফ্রান্স প্রবাসী জিয়াউল ইসলাম ও রফিক উদ্দিন।
ক্যাম্পেইনে বিনামূল্যে ৩৭০জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, ৪৫জন এতিম শিশু ও ৫জন ক্লাব সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কৃতি ফুটবলার হিসেবে রুবেল মিয়াকে বুট প্রদান করা হয়।
ওসমানীনগরে অরুনোদয় পাল ঝলকের নির্বাচনী মতবিনিময় সভা
বিশ্বনাথ :: আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তাজপুরস্থ রণধীরপাল উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবী শাহ আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, আরুনোদয় পাল ঝলক ছাত্র জীবন থেকে এলাকার উন্নয়নে কাজ করছেন।
নিজ উদ্যোগে সব সময়ই অসহায়দের সহায়তার হাত বাড়িয়ে দেন। একজন জনপ্রতিনিধি যখন করোনাকালে ঘর বন্দি তখই থেমে ছিলেন না তিনি।
জীবনের ঝুঁকি নিয়ে নিজ বা পরিবারসহ নানা সংগঠনের মাধ্যমে ঘর বন্দি মানুষের কাছে পৌছে দিয়েছেন আহার। পরিবারের উদ্যোগে এলাকায় প্রতিষ্ঠিত করেছেন মাধ্যমিক বিদ্যালয়সহ নানা উন্নয়নমুখি প্রতিষ্ঠান।
জনপ্রতিনিধি না হয়েও জনগনের প্রতি তার ভালবাসা থাকায় সাধারণ জনগনের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাই অরুনোদয় পাল ঝলক যদি নির্বাচিত হন চোখ মুজে এলাকার উন্নয়ন হবে বলে এলাকার জনসাধারণ মনে করছেন।
তাই আসন্ন ইউপি নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাধ্যমে অরুনোদয় পাল ঝলকে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।
সমাজসেবী মিজানুর রহমান পিনুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফ আলী সিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল জহির শুকুর, উপজেলা যুবলীগ নেতা মইন উদ্দিন মোহন, সাবেক ইউপি সদস্য হেলাল মিয়া, সমাজসেবী শাহ আলম, মখলিছ মিয়া, মনহর আলী মনফর, ডা. নিরঞ্জন দেবনাথ, জিল্লুর রহমান, সুলেমান আলী, আঙ্গুর মিয়া, আজমান আলী, কদর আলী, কানাই লাল দেব, শেখর দেব, আনহার মিয়া প্রমুখ।
সভায় সমাপনী বক্তব্য রাখেন, যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এড্রুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা ওয়াহিদুল ইসলাম এমরান।
বিশ্বনাথে শিক্ষক প্রশিক্ষণ শুরু
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ১লা জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ে (স্কুল ও মাদরাসা) শিক্ষকদের গণিত ও ইংরেজী বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
জাইকা’র অর্থায়ন’ উপজেলা পরিষদের আয়োজেনে মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটির বাস্তবায়নে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
দুপুরে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের সুচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব’র পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো. আবদুল হামিদ, অফিস সহকারি মো. মুজিবুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিইও মো. কিবরিয়া প্রমুখ।
প্রথম দিন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার শতজন শিক্ষক অংশ গ্রহণ করেছেন বলে জানা গেছে।