রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়িতে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি :: পঞ্চম ধাপে অনুষ্টিতব্য আসন্ন ৫জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২ জানুয়ারি বিকেল ৩টায় ক্ষুদ্র-নৃগোষ্টি সাংস্কৃতিক ইনিস্টিটিউট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে ৫ইউনিয়ন পরিষদের প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাঃ মাহফুজা মতিন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: কে এম মো: ইয়াসির আরাফাত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো:এরশাদ উল্ল্যা, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পিয়াস দাস, খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম মহিউদ্দীনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসারবৃন্দ।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য পদ-প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, উৎসবমূখর পরিবেশে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: কে এম মো:ইয়াসির আরাফাত বলেন, সকল প্রার্থী আন্তরিকতার সহিত প্রশাসনকে সহযোগিতা করলে একটি শান্তিপূর্ন নির্বাচন করা সম্ভব। সবাইকে নির্বাচনের আচরনবিধিমালা মেনে চলার পরার্মশ প্রদান করে বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের পক্ষথেকে যা যা করা প্রয়োজন, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।