বুধবার ● ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থককে ধারালো ছোড়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৩)। আবু তাহের একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকেল ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে আবু তাহেরকে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো ছোড়া দিয়ে গলায় আঘত করে। গুরুতর অসুস্থ রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে আমার জানামতে নির্বাচনী সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
গাইবান্ধার তিন উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
গাইবান্ধা :: পঞ্চম ধাপে গাইবান্ধার তিন উপজেলায় ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে সাঘাটা উপজেলার নয়টি, ফুলছড়ি উপজেলার ছয়টি ও গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত হওয়া একটি ইউনিয়নের ১শ ৫৭ টি ভোটকেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিলো। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো তুলনা মূলক বেশি।
ভোটগ্রহণ শেষ পর্যন্ত দুই একটা বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনা।
সুষ্ঠ পরিবেশ ভোট গ্রহন সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ কমপক্ষে সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া একজন নির্বাহী ও ষোলজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমান আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠ পরিবেশ রক্ষায় মাঠে কাজ করেন।
তিন উপজেলার ১৬ ইউনিয়নে ৯৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত সাধারন সদস্য ২’শ ৪৯ ও সাধারন সদস্য পদে ৬’শ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা নেমেছেন। ১৬ ইউনিয়নের তিনটিতে ইভিএম ও অন্যগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহন সম্পন্ন হয়।
পঞ্চম ধাপে গাইবান্ধার তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ
গাইবান্ধা :: হাড় ভাঙা শীত উপেক্ষা করে সকাল আটটা থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার নয়টি, ফুলছড়ি উপজেলার ছয়টি ও গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত হওয়া একটি ইউনিয়নের ১শ ৫৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।
পঞ্চম ধাপে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
নিরাপদ নির্বিঘ্নে ভোট গ্রহন সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তা, বিজিবি,র্যাব,পুলিশ,আনসার সহ কমপক্ষে সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া একজন নির্বাহী ও ষোলজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমান আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠ পরিবেশ রক্ষায় মাঠে রয়েছেন।
তিন উপজেলার ১৬ ইউনিয়নে ৯৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত সাধারন সদস্য ২’শ ৪৯ ও সাধারন সদস্য পদে ৬’শ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ১৬ ইউনিয়নের তিনটিতে ইভিএম ও অন্যগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহন চলছে।