শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » খেলা » বধূ বেশে চাঁপাইনবাবগঞ্জে জলকন্যা মাহফুজা শিলা
বধূ বেশে চাঁপাইনবাবগঞ্জে জলকন্যা মাহফুজা শিলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: (১৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) সাউথ এশিয়ান গেমসে সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী যশোরের অভয়নগরের মেয়ে মাহফুজা আক্তার শিলা বিয়ের পিঁড়িতে বসেছেন৷ শুক্রবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ শিলার বাবার বাড়ি যশোহরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর গ্রামে মহাধুমধামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷ শিলার পরিবার সুত্র জানিয়েছে, বর রনিও একজন সাতারু ৷ তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন ৷ রনি চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর গ্রামের মৃত আফসার আলী৷ তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীতে যোগদান করেন ৷ শিলার বাবা আলী আহমদ জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে দুই পরিবারের উপস্থিতিতে শিলার বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে ৷ বর শাহজাহান আলী রনি জানান, বিকেলে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে ৷ আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করেন ৷ আগামীকাল রোববার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে ৷ তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চান৷ মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক পেয়েছেন৷ ক্রেস্টও পেয়েছেন অনেক ৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করেছেন ৷ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন ৷ তবে এ বছর মাহফুজার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে ৷ মাহফুজা চার ভাই-বোনের মধ্যে মেঝো ৷ তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উপজেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হন শিলা ৷ তারপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি ৷