বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভার কাটাছড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি ৫ দিনেও কেউ উদ্ধার করেনি
রাঙামাটি পৌরসভার কাটাছড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি ৫ দিনেও কেউ উদ্ধার করেনি
নির্মল বড়ুয়া মিলন :: গত ২ জানুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ের ৬টার দিকে রাঙামাটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কাটাছড়ি ভাবনা কেন্দ্র সংলগ্ন উলুছড়ি উপগুপ্ত বনবিহার এলাকায় নির্মান সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাঁচা রাস্তার মাটি ভেঙ্গে চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারের ৫ টন ওজনের ট্রাকটি ইট, বালি ও খোয়া বোঝাই অবস্থায় প্রায় ৫শত ফুট নীচে দুমড়ে-মুছড়ে ট্রাকটি ২ খন্ড হয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মো. রাশেদ (৩৭) মৃত্যু বরণ করে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন নানিয়ারচর উপজেলার এবং রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত শ্রমিক নেতা মো. ইউসুফ আলি। তিনি জানান, দুর্ঘটনায় মৃত্যু বরণকারী ট্রাক চালক মো. রাশেদ এর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের গাবতলীতে। ৩ জানুয়ারি সোমবার দুপুরে মৃত্ ট্রাক চালক মো. রাশেদ এর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা করা হয়।
চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারের ট্রাকটি এখনো সন্ধান মিলেনি বলে জানান, রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইউসুফ আলি।
খোজ নিয়ে জানা গেছে, চট্ট মেট্রো- ট- ১১-১৭৩৩ নাম্বারে ট্রাকটির মালিকের বাড়িও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের গাবতলী এলাকায়, তবে মালিকের নাম জানা যায়নি।
আজ বৃহস্পতিবার ঘটনার ৫ দিন অতিবহিত হল।
দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি কেউ উদ্ধার করেনি।
স্থানীয়দের অভিযোগ ৫ দিনেও স্থানীয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি।
এ ব্যাপারে জানতে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন তার মুঠোফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য জানা যায়নি।