শিরোনাম:
●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব
রাঙামাটি, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার আলোচিত মির হোসেন প্রকাশ মিরু হত্যা মামলার প্রধান আসামি হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর ইসলাম পুর গ্রামের কেরানি বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র মোবারক হোসেন (২৫) কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বারইয়াহাট পৌরসভার ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিরু হত্যা মামলার আসামি মোবারককে দীর্ঘদিন যাবৎ আটকের চেষ্টা চলছিলো। শনিবার সন্ধ্যায় বারইয়াহাট পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানসিঁড়ি হোটেলের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হই। আজ রবিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
মিরসরাইয়ে দুর্বার’র বর্ষপূর্তিতে শিশুমেলার আয়োজন

মিরসরাই :: মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এক যুগে পদার্পণ করেছে। গত শুক্রবার (৭ জানুয়ারি) ছিল এ সংগঠনের রাইজিং ডে বা জন্মদিন। এ দিনকে স্মরণ করে রাখতে বরাবরের মতো এবারও দুর্বার’রা ব্যতিক্রম অয়োজন করে। দিনের শুরুতে দুর্বার প্রগতি সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মুক্ত আকাশে পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বার’রা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। যেটি গ্রামীণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলে পাড়ার শিশুমেলার স্থলে গিয়ে শেষ হয়। এবারের আয়োজনে সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে অংশ নেন মিরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, খবরিকা সম্পাদক মাহবু্ব রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, মিরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমের সম্পাদক এম আনোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল। এসময় সাংবাদিকতা ও নাট্য সংস্কৃতিতে অসামান্য অবদানে দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী কে দুর্বার পদক, আঞ্চলিক সংবাদ প্রকাশে বিশেষ অবদানে পাক্ষিক খবরিকা ও মিরসরাই নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসার আয়োজন করা হয়। যেখানে মেলা বসে খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিড়ার মোয়া সহ হরেক রকম পিঠাপুলির। এবারের আয়োজনে দুর্বার’র ক্যাম্প ফায়ারিং সবার নজর কেড়েছে। লাল নীল বাতি, দৃষ্টিনন্দন তাবু, মাঝখানে প্রজ্বলিত আগুনের কুন্ডলী দিয়ে সাজানো হয় জলসা চত্বর। মশাল হাতে ক্যাম্প ফায়ারিং এর উদ্বোধন করেন দুর্বার সভাপতি মহিবুল হাসান সজীব, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এসময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মিরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা, সঙ্গীত আয়োজনে গান শুনিয়ে দর্শক মাতান কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা ও সাবরিনা। সর্বশেষ ভান্ডারী গানে দর্শক মনকাড়েন আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী। দুর্বার’র এগারতম বর্ষপুর্তিতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সাহিত্যক সুদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নুরুল আবছার, সাংবাদিক বিশ্বজিৎ পাল, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, বাবলু দে, মোহাম্মদ ইউসুফ ও কামরুল ইসলাম, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব, সহ সভাপতি মোহাম্মদ শওকত, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমেদ, অদম্য যুব সংঘের প্রতিষ্ঠাতা সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউসাম সভাপতি জাসেম বিন মুহিব, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নবজাগরণ ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান শাহীন, হিতকরী যুব সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সৃজন যুব সংঘের সভাপতি অসিফুল ইসলাম, অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, আদর্শ গ্রাম শেখটোলার সভাপতি জামশেদ আলম তপু, উত্তরণের সভাপতি আবু সাঈদ, মকবুল আহমদ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ ইরান, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের জয়েন ট্রেজেরার আজিম উদ্দিন, বিজলী ক্লাবের সদস্য আকতার হোসেন প্রমুখ। দুর্বারের উদ্যোগে শিল্প -সাহিত্য, ইতিহাস- ঐতিহ্য ও সংস্কৃতির এ সুন্দর চর্চা সৃজনশীল ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে।

মিরসরাইয়ে ১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মিরসরাই :: মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিজলী ক্লাবের ১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিজলী ক্লাবের আয়োজনে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফা। বিজলী ক্লাবের সাবেক সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু প্রদীপ রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম আবু সুফিয়ান বিপ্লব, ৬নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, বিজলী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদুর রহমান মাসুম, বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য নুরুল আলম, ৬নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নুর উদ্দিন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন অভিনন্দন ক্লাবের সভাপতি মেহেদী হাসান নয়ন, জাগ্রত প্রতিভার সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজলী ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম ও সহসভাপতি আইয়ুব নবী আলম। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আওসাফ এগ্রো মুহরী প্রজেক্ট এবং ইলেভেন সোলজার খিল মুরারি। টসে জিতে আওসাফ এগ্রো মুহরী প্রজেক্ট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ১৭৬ রানের টার্গেট দিয়ে ১৯ রানে বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আওসাফ এগ্রো’র রিয়াদ। উদ্বোধনী খেলা পরিচালনা করেন পারভেজ আলম ও হাসান শাকিল। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে মিরসরাই ২৪ টিভি। এবারের টুর্নামেন্টের মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৬ টি দল অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)