রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে ৩টি ইউপি নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা
গাবতলীতে ৩টি ইউপি নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা
বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর ৩টি ইউনিয়ন সুখানপুকুর,সোনারায় ও নেপালতলী ইউপি নির্বাচন আগামী ৩১শে জানুয়ারী২২। যাচাই বাচাই ছিল ৬ই জানুয়ারী। প্রত্যাহারের শেষ দিন ১৩ই জানুয়ারী। ৩টি ইউনিয়নে যারা চেয়ারম্যান প্রার্থীতা বৈধ হলো তারা হলেন, সুখানপুকুর ইউনিয়নের আলমগীর রহমান (নৌকা প্রার্থী), স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুর রহমান, এজাজ আহমদ, এস.এম লতিফুল বারী মিন্টু, জিয়াউর রহমান, শাহাদৎ হোসেন, রফিকুল ইসলাম, আশরাফুল হক, আতিকুর রহমান পিন্টু, এড্যাঃ শিপন আলী প্রাং। সোনারায় ইউনিয়নে মজিবুর রহমান (নৌকা প্রার্থী), স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, মফিদুল ইসলাম, নাজমা আক্তার, আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তাছলিমা সুলতানা, সাইফুল ইসলাম। নেপালতলী ইউনিয়নে (নৌকা মনোনীত প্রার্থী) শহীদুল ইসলাম বাবু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জুলফিকার হায়দার গামা, সাজেদুর রহমান সুজন, মমিরুল ইসলাম, আইয়ুব উদ্দিন, আবু নাহিদ করিব মোনা ও সবুজ মিয়া।
গাবতলীর নশিপুরে মেম্বার প্রার্থীর ভোট পুন গণনা’র দাবীতে আবেদন
বগুড়া :: গত ৫জানুয়ারী২২ইং বুধবার অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর ভোট পুনঃ গুণনা’র দাবীতে রিটার্নিং কর্মকর্তা’র দপ্তরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুর রহমান সাজু গতকাল রবিবার ৯ই জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গত ৬জানুয়ারী বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা’র দপ্তরে লিখিত ভাবে আবেদনটি করেন। এর অনুলিপি প্রেরন করা হয়েছে হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা’র দপ্তরে। লিখিতভাবে আবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারী বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করে ফুটবল প্রতিক পেয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। এমতাবস্থায় ৫জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনায় বিভিন্ন প্রতিকুলতার কারনে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনা না করে এবং বাতিল ভোটের সংখ্যা ও কারন না জানিয়ে উপজেলায় পুনঃ গণনা করা হবে আশ্বাস দিয়ে আমার এজেন্ট এবং প্রতিপক্ষ ও প্রতিপক্ষের এজেন্টকে গাবতলী উপজেলা পরিষদে নিয়ে আসেন। কিন্তু উপজেলা পরিষদে এসে ভোট পুনঃ গণনা না করে প্রতিপক্ষকে এক ভোটে মেম্বার হিসেবে বিজয়ী ঘোষনা করেন। ফলে ওই ভোট গুলো পুনঃ গণনা করা আবশ্যক। অন্যথায় অপুরনীয় ক্ষতির কারন ঘটবে বলে লিখিত ভাবে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও রিটার্নিং কর্মকর্তা রিপন কুমার সাহা’র সাথে বললে তিনি জানান, এ সংক্রান্ত একটি আবেদন আমার দপ্তওে দেয়া হয়েছে বলে আমি জানতে পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করবো।