মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঝালকাঠিতে ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগ চরমে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগ চরমে
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির পৌর এলাকার কৃষ্ণকাঠি থেকে লেশপ্রতাব বাজারের সংযোগ সড়কের সুতালড়ী খালের আয়রণ ব্রিজটি মরণ ফাঁদ। সুতালড়ী খালে ধান মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। গত শনিবার (৮ জানুয়ারি) সকালে ঝালকাঠির কৃষ্ণকাঠি ও লেশপ্রতাবের সুতালড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।
এতে ওই এলাকার দুই পাড়ের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলও। শনিবার সকালে ধান মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তবে এ সময় কেউ হতাহত হয়নি।
কৃষ্ণকাঠির আলামিন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় লেশপ্রতাব থেকে টাইগার স্কুলে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সেটি ঝুঁকিপূর্ণ ছিলও। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ ও স্কুলের ছেলে মেয়েরা চলাচল করে।
প্রতাব গ্রামের লাল মিয়া বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার বিষয়ে জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আমি ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু এবার এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’
ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি ৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আল-আমিন বলেন, এই ব্রিজটি দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ছিলও। শুনেছি ধান মাড়াই মেশিন নিয়ে ভেঙ্গে পড়েছে।