শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২১-২০২২ বার্ষিক ক্রীড়ার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্র এর সহযোগিতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে গতকল ১২ জানুয়ারি ক্রীড়াই উদ্বুদ্ধকরন ও ক্রীড়া সচেতনতা বিষয়ক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের খেলায় ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি প্রতিরন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ¦ এ,কে,এম, মকসুদ আহমেদ এর সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া রিষয়ক আহ্বায়ক বিপুল ত্রিপুরা প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। রাঙামাটি জেলার সাবেক ক্রীড়া অফিসার, স্বপন কিশোর চাকমা, রাঙামাটি পৌর শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা শিল্পবলা একাডেমী সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ ও রোভার স্কাউটের সদস্যদের সহযোগিতায় খেলাগুলো পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন। বহু পরিশ্রমের বিনিময়ে প্রতিযোগিতা আয়োজনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার।