শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় বীরমুক্তিযোদ্ধা মানুকে হত্যার চেষ্টা
কুষ্টিয়ায় বীরমুক্তিযোদ্ধা মানুকে হত্যার চেষ্টা
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: পাওনা টাকা আদায়ের জন্য মামলা করায় রাজাকারের সন্ত্রাসী সন্তান কুমারখালীর বীরমুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু (৬৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে । স্থানীয় মুক্তিযোদ্ধারা ও পুলিশ প্রশাসন গুরুতর আহত মানুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড হসপাতালে ভর্তি করেছেন। তিনি মুক্তিযোদ্ধা কেবিন-৭ নম্বরে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা মানুর কন্যা সুসমা ইয়াসমিন বাদি হয়ে কুমারখালী থানায় একটি মামলা করেছেন। মামলা নং ১০ তাং ১৩/০১/২০২২,ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ দ্বন্ডবিধি । পুলিশ ঘটনার সাথে জড়িত হারুন নামে একজন আসামীকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ।
মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১১ই জানুয়ারী সন্ধ্যায় কুমারখালী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মুন্সি মহাসিন আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু মুক্তিযোদ্ধা কল্যাণ অফিসে বসেছিলেন। এমন সময় বাধপাড়ার মসলেম রাজাকারের সন্ত্রাসী ছেলে শফি (৩৫)’র নেতৃত্বে সন্ত্রাসী রতন, নিপু,সুলতানসহ ১০/১২জন দেশীয় অস্ত্রসহ অফিসে ঢুকে বীরমুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু (৬৫) কে জোরপূর্বক তুলে নিয়ে নিপুর অফিসে আটকিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে মানুকে ধারালো অস্ত্রদিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। ঘটনাটি কুমারখালী থানার পুলিশ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জনতে পেরে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আহত মানুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত বীরমুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন মানু এ প্রতিবেদককে জানান, তিনি ব্যবসায়ীক কাজে রতনকে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা ধার দেন। এ টাকার বিপরীতে রতন একটি চেক দেন। কিন্তু চেকটি ডিজঅনার হওয়ায় তিনি আদালতে মামলা করেন । আগামী ২রা ফেব্রুয়ারী ওই মামলার রায়। এ দিকে সন্ত্রাসী রতন ওই মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিনও রতন ও তার সহযোগি সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন মৃধাসহ সকল মুক্তিযোদ্ধা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিযেছেন।