শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের মানববন্ধন
নাটোরে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের মানববন্ধন
নাটোর প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মিঃ) নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন জাতীয় বেতন স্কেলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ ২১ দফা দাবির সমর্থনে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ করেছে ৷ শনিবার এই উপলক্ষে আয়োজিত মানববন্ধনে নাটোর সদর উপজেলার বেসরকারী বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন করেন ৷ এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভাপতি ও দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও শেখ ফজিলাতুন নেছা মুজিব কলেজের প্রভাষক হায়দার আলী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল করিম, মোঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মকছেদ আলী প্রাং, মোঃ আজিজুল হক, বিমান গোবিন্দ সরকার, পরিতোষ কুমার অধিকারী, মোঃ আব্দুল হাকিম এবং কর্মচারীদের পক্ষে মোঃ আব্দুস সালাম ও মোঃ আইয়ুব আলী ৷ বক্তরা বলেন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে মুলা ঝুলিয়ে রাখায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ৷ আগামী ৩১ মার্চের মধ্যে এমপিভূক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অষ্টম বেতন স্কেল প্রদানের সুনিদিষ্ট তারিখ ঘোষণা সহ প্রজ্ঞাপন জারী এবং ইউনেস্কো প্রস্তাবনার আলোকে জাতীয় শিক্ষানীতি প্রনয়নসহ সকল দাবি মেনে নেয়া না হলে এপ্রিল মাসের এইচএসসি পরীক্ষা বজর্নসহ কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো ৷ তাই দাবি মেনে নিয়ে রাজপথ থেকে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন ৷