শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছোট গাড়ির দাপটে বাড়ছে দুর্ঘটনা
রাউজানে ছোট গাড়ির দাপটে বাড়ছে দুর্ঘটনা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কপথ হাফেজ বজলুল রহমান সড়ক এখন মরণ ফাঁদে পরিণত। পাহাড়তলী হয়ে জলিল নগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা বেড়েই চলেছে। ১৩ জানুয়ারি বিকাল ৪টার দিকে কদলপুর স্কুল এন্ড কলেজের সামনে একটি ট্রান্সপোর্টের মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের বিশাল একটি আম গাছের সাথে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে কোন লোকজন বা স্কুল সময় না হওয়াতে তেমন বড় কোন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ক্ষতি হয়েছে স্কুলের আম গাছের। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটা আটক করেন। পরে স্কুল কতৃপক্ষ স্কুলের গাছ ক্ষতি করার কারণে ঐ গাড়ির মালিকে ক্ষতিপূরণ দাবি করেন। অন্যদিকে বুধবার মাদ্রাসা থেকে আসার পথে গৌরিশঙ্কর হাটে একটি সিএনজি অটোরিকশা এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধাক্কাদেন। এতে ঘটনাস্থলে ঐ শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বাড়ি ঊনসত্তর পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. কামালের পুত্র মো. আলী। এছাড়াও গত কয়েক মাসে এই সড়কে আহত হয়ে ঘরবন্দী ও হাসপাতালে বিছানায় পড়ে আছেন অনেক জন।
জানা যায়, সড়কটিতে বেপরোয়া ছোট-বড় যানবাহনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ৬৭ কোটি টাকা ব্যয়ে পুরাতন সড়কটি নতুন করে নির্মিত হওয়ার পর এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথে দ্রতগতির ভারী যানবাহন চলাচল। অটোরিকশা, টমটম, ও বালুর গাড়ি, মোটরসাইকেল দাপিয়ে বেড়ায়। এই কারণে বাড়ছে দুর্ঘটনা। এই সড়কের রাস্তার দুই পাশে অসংখ্য স্কুল, কলেজ, ব্যবসায় প্রতিষ্টান, মসজিদ, মন্দির রয়েছে। ফলে রাস্তা পারাপারে সময় ঘটছে দুর্ঘটনা। এতে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু শিক্ষার্থীরা। নতুন করে করা এই দৃষ্টিনন্দন সড়কটি এখন একটি মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এর জোর দাবি, এই সড়কে জেব্রা ক্রসিং দেয়া হলেও গাড়ি চালকরা মানছেনা। স্পিডব্রেকার না থাকায় রাস্তা পারাপারে ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তারা বলছেন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থানে স্পিডব্রেকার দেয়ার জন্য। এবং অতিরিক্ত স্পিডে যা পরিবহন গুলো গাড়ি চালান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে, তাহলে একটি নিরাপদ সড়ক হবে বলে জানান।