শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » খেলা » সরকার খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে: ভূমি মন্ত্রী
সরকার খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে: ভূমি মন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) শনিবার সকালে ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মাঠে সবুজ কুঁড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলৰ্যে আলোচনা সভার আয়োজন করা হয়৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তফা জামান, পিএসও ড. এ.এফ.এম.আবদুর রউফ, পিএসও হাবিবুর রহমান শেখ, পিএসও ড. আলতাফ হোসেন, পিএসও ড. আবদুল্লাহ কায়সার, ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ কবীর আলী হিরু ও শামসুল হক ৷
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই ৷ জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের খেলাধুলার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে ৷ যে কারণে আজ দেশের খেলোয়াড়রা এদেশ পেড়িয়ে বিদেশেও কৃতিত্ব ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে ৷
মন্ত্রী আরও বলেন, খেলাধুলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে সনত্মানদের গড়ে তুলতে হবে ৷ আজকের শিশুদের প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে ৷ তিনি প্রত্যেক অভিভাবকদের সন্তানদের ৭১ এর মুক্তিযোদ্ধাদের মতো গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি’র চোর ডাকাতরা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সম্পদ লোপাট করেছে এবং মানুষের গণতন্ত্রকে হরণ করেছে ৷
একজন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে মন্ত্রী বলেন, যারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে তাদের চোর ডাকাত ছাড়া আমি অন্য কিছু বলতে পারি না৷
পরে মন্ত্রী কৃতি ছাত্রছাত্রী ও অন্যান্য কৃতিত্বের অবদানস্বরূপ বিজয়ীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করেন ৷