রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১ ব্যক্তিকে তিন মাসের জেল
কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১ ব্যক্তিকে তিন মাসের জেল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে পারকুল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মো. হায়দার আলী (৩৮), গ্রাম-হামর কোনা, ডাক- আফরোজগঞ্জ, উপজেলা- মৌলভীবাজার, জেলা - মৌলভীবাজার নামের ১ ব্যক্তিকে ৩ মাসের মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
১৬ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।