বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদকসহ আটক-৪
রাউজানে মাদকসহ আটক-৪
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে ২৫ লিটার পাহাড়ী চোলাই মদ ও ৩০পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১৮ জানুয়ারী মঙ্গলবার রাতে জলিল নগর বাসষ্ট্যান্ড ও চিকদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। এবিষয়ে পুলিশ জানান, “রাউজান থানার এসআই মাইন উদ্দিন সঙ্গীয় ফোস রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুর্ব রাউজান সমশের নগর এলাকার মৃত আনোয়ার মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম খোকন (৩৬)কে ৩০ পিস ইয়াবা ও এস আই মাঈনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোস চিকদাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক তালুকদার বাড়ীর মৃত মোহাম্মদ কাশেমের পুত্র মোহাম্মদ আরাফাত (২১), খাগড়াছড়ি জেলার ঘোলা বাড়ি ইউনিয়নেরর উত্তর গজপাড়া এলাকার হযরত আলীর পুত্র মোহাম্মদ হাসান (২৪), পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আবদুর ছমিউতের পুত্র জোবায়েত প্রকাশ আলী (২৩)কে ২৫ লিটার চোলাই মদ সহ আটক করে। রাউজান থানার ওসি আবদুল্লা আল হারুন ঘটনার সত্যতার স্বীকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়।
আজাদী’র সম্পাদককের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাউজান :: স্বাধীনতার প্রথম সুর্যোদয়ের পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর রোগমুক্তি কামনায় দোয়া মহফিলের আয়োজন করেছে রাউজান প্রেস ক্লাব। ১৯ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ মসজিদে বাদে আছর এই দোয়া মহফিলে মানবতাবাদি এই সম্পাদকের জন্য দোয়া মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহন করেন সমবেত মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের পরিচালনায় এই আয়োজনে অন্যান্যদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন সাজ্জাদ, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সাবের হোসেন, বখতিয়ার হোসেন. ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম.বেলাল উদ্দিন।