শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
ঈশ্বরদীতে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) শনিবার দুপুরে প্লাজা কমিউনিটি সেন্টারে মাধ্যমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয় ৷ শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য দেন ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কায়সার রহমান,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার ৷ সমিতির সভাপতি অধ্যক্ষ আয়নুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বশির আহমেদ বকুল, প্রবীন শিক্ষক আব্দুর রহিম ও সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক ৷
প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী বলেন,যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারাই চোর-ডাকাতের দল ৷ বিএনপি-জামাতরাই গণতন্ত্র হরণ করে ক্ষমতায় এসে লুঠপাট করেছে ৷ দেশে গুম,সন্ত্রান করেছে ৷ বঙ্গবন্ধু মানুষের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করেছে ৷শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করেছে ৷ শেখ হাসিনা নারী জাগোরণ সৃষ্ঠি করেছে ৷ নারীরা এখন সকল ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রেখে চলেছে ৷ দেশের মানুষকে শিক্ষাদানের মাধ্যমে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি আহবান জানান।