শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালী থেকে দুই নাবালিকা অপহরণ : মাদারীপুরে উদ্বার আটক-১
রাঙামাটির কাউখালী থেকে দুই নাবালিকা অপহরণ : মাদারীপুরে উদ্বার আটক-১
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার দুই নাবালিকা মেয়ে অপহরণের পর মাদারীপুর থেকে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় গত ২০ জানুয়ারী রাতে উদ্বার করে আনা হয়।
কাউখালী থানার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের জনৈক ব্যাক্তি তার পরিবার নিয়ে চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল চাকুরী সুত্রে দির্ঘদিন যাবত লায়ন্স হাসপাতাল কোয়াটারে পরিবার নিয়ে থাকেন। সেই সুত্রে নাবালিকা মেয়েটি ছদ্দ নাম জোনাকী (১৪) চট্টগ্রাম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদের বাসার পাশে বিল্ডিংএ রাজ মিস্ত্রির হেলপার হিসাবে কাজ করতো মাদারীপুরের ছেলে অমিয় বর নামে হিন্দু এক যুবক। তার সাথে মেয়েটির বন্ধুত্ব সম্পর্কের তৈরী হলে মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে মেয়েটিকে গত ৯ জানুয়ারী কাউখালী রাঙ্গীপাড়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলে গত ১৫ জানুয়ারী ভোর রাতে মেয়েটিকে এবং তার আরেক চাচাত বোনকে (দুইজনই মুসলিম মেয়ে)অমিয় বর কৌশলে অপহরণ করে তার গ্রামের বাড়ি মাদারীপুর রাজৈর থানা দিঘীরপাড় (গনেশ পাগলের বাড়ি) নিয়ে গিয়ে আটকে রাখেন বলে লিখিত অভিযোগে জানান। অপরদিকে সকালে মেয়ে দুইজনকে পরিবারের সদস্যরা খুজে না পেয়ে পরদিন কাউখালী থানায় একটি জিডি করেন। জিডি নং-৬২০,তারিখ ১৫ জানুয়ারি।
কাউখালী থানা পুলিশ জিডি তদন্ত করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাউখালী থানা পুলিশ গত ১৯ জানুয়ারী নাবালিকা দুই মেয়ের অভিভাবকদের নিয়ে মাদারীপুর রাজৈর থানা পুিলশের সহযোগিতায় বিবাদির বসত বাড়ি হতে মেয়ে দুইজনকে উদ্বার করেন এবং বিবাদি অমিয় বরকে আটক করে কাউখালী থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মেয়েটির মা বাদি হয়ে অমিয় বর সহ মোট ৬ জনকে বিবাদি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ৩, তারিখ ২০ জানুয়ারি এ মামলার আইও এসআই মো. ওসমান। মামলার অন্যন্য বিবাদিরা হলেন অমিয় বর (২০) পিতা- অমল বর,হদয় সরকার (২০) পিতা-দেবু সরকার,বিশ^জিত সরকার (৩১), পিতা-সুখদেব সরকার, চারু সরকার (৪২),স্বামী- বকুল সরকার,বকুল সরকার (৫০)পিতা- কালু সরকার,সুখদেব সরকার (৫৫) পিতা-মৃত, আদিত্য সরকার সর্ব সাং দিঘীর পাড়, (গনেশ পাগলের বাড়ি) কদম বাড়ি, টেকের হাট, থানা -রাজৈর, জেলা -মাদারীপুর এজাহারে উল্লেখ করেন।
উদ্বারকৃত নাবালিকা মেয়ে দুইজনকে থানা পুলিশ রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন এবং পরবর্তীতে মেয়ে দুইজনকে আদালত তাদের পিতা মাতার হেফাজতে দেন এবং আটককৃত অমিয় বরকে বৃহস্পতিবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালত জেলহাজতে প্রেরণ করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল ইসলাম নিশ্চিত করেন।