শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » এক মাস উনিশ দিন পর জয়পুরহাট থেকে কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার
এক মাস উনিশ দিন পর জয়পুরহাট থেকে কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার
রাউজান প্রতিনিধি :: রাউজান থেকে অপহৃত উপজেলার কদলপুর ইউনিয়নের জৈনক প্রবাসীর মেয়ে নবম শ্রেনীতে পড়–য়া কিশোরীকে একমাস উনিশ দিন পর উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। একই সঙ্গে অপহরণকারী মো. সায়মন ইসলাম (২৪) কে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২০২১ সালের ১ ডিসেম্বর ফুসলিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায় রাউজান উপজেলার ৭নম্বর রাউজান ইউনিয়নের খলিলাবাদ এলাকার জানে আলম চৌধুরী বাড়ীর শিক্ষক সৈয়দুল আনোয়ারের ছেলে সিএনজি চালক মো. সায়মন ইসলাম। এ ঘটনার পর অপহৃত কিশোরীর মা বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় সায়মন ইসলামকে অভিযুক্ত করা হয়। মামলা দায়ের’র পর পুলিশ তদন্ত চালিয়ে এক মাস উনিশ দিন পর গত ১৯ জানুয়ারী বুধবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে জয়পুর হাট জেলার আক্কেলপুর থানার রেল স্টেশন সংগলœ জৈনক রকিবুল আলম মাস্টারের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারী মো. সয়মন ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, অপহৃত শিক্ষার্থীকে পরিক্ষার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করে ভিকটিমকে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে অপহরণকারী মো. সায়মন ইসলামেকে আদালতে সোর্পদ করা হয়েছে।
বিনাজুরী ইউপির দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী
রাউজান :: বিনাজুরী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। দায়িত্বভার গ্রহণের পর গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়৷ এসময় ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন রবীন্দ্র লাল চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। ইউপি সদস্য খোকন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সচিব মিন্টু কুমার বড়ুয়া, সুভাষ মুহুরী, উদয়ন বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, কামরুল ইসলাম বাচ্চু, সরোয়ার আজাদ, পল্টন দেব সহ আরও অনেকে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরীকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, কর্মচারীবৃন্দ। একই সঙ্গে সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।