সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নরসিংদীতে মুক্তিযোদ্ধের সংগঠক হাজী লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকীতে শীতাবস্ত্রসহ খাবার বিতরণ
নরসিংদীতে মুক্তিযোদ্ধের সংগঠক হাজী লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকীতে শীতাবস্ত্রসহ খাবার বিতরণ
নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী জেলার বেলাব উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হাজী মো. লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
গত ২১ জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের টেকপাড়া নিজ বাড়িতে অসহায় দুঃস্থ শীতার্থদের মধ্যে কম্বল, উন্নত মানের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের কবরে ফাতেহা পাঠ, কোরআন তিলাওয়াত ও নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন নিহত লাল মিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান, আলোক বালি ইউনিয়ন পরিষদের সচিব মো. খালেদ মাহমুদ, মেয়ে আনোয়ারা বেগম ও মরিচাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহারসহ প্রমূখ।
উল্লেখ্য বিগত ২০২০ সালে ১৮ জানুয়ারী উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি।