শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের চাঁদ আলী মেম্বার এবার চেয়ারম্যান পদপ্রার্থী
ঝিনাইদহের চাঁদ আলী মেম্বার এবার চেয়ারম্যান পদপ্রার্থী
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) একজন যোগ্যতা সম্পন্ন ভালমানুষ মেম্বার বা চেয়ারম্যান হয়ে এলাকার উন্নয়ন করবে,দেশ তথা জনগনের ভাগ্যের চাকা ঘুরিয়ে এলাকায় আনবে উন্নয়নের জোয়ার এটায় হওয়া উচিত্ ৷ আর তেমনি একজন ভালমানুষ ও ভালমেম্বার ৮নং ধলহরা চন্দ্র ইউনিয়নের মেম্বার চাঁদ আলী মেম্বার ৷
ঝিনাইদহের সিমানত্ম এলাকা মাগুরা,কুষ্টিয়ার পাংশা ও ঝিনাইদহের শৈলকুপার মাঝামাঝি এলাকায় অবস্থিত এই ৮নং ধলহরা চন্দ্র ইউনিয়ন ৷
সাংবাদিক আমাদের প্রতিনিধি জাহিদুর রহমান তারিক ,ক্যামেরা ম্যান পারভেজ ও ড্রাইভার আবুল কালাম আজাদকে সাথে নিয়ে এলাকা ঘুরে আপামর জনতার সাথে কথাবার্তা কলে জানা গেছে, মোঃ চাঁদ আলী মেম্বারের পিতা মৃত কিয়াম উদ্দিন মন্ডল, গ্রাম নতুনভুক্ত মালিথিয়া,পোষ্ট অফিস লাঙ্গলবাধ,শৈলকুপাথানা, জেলা ঝিনাইদহে ৮নং ধলহরা চন্দ্র ইউনিয়নে দীর্ঘ ১৯৯৩ সাল থেকে ২০ বছর যাবত্ মেম্বার ৷
এলাকাবাসীদের মধ্যে মোঃ খলিলুর রহমান (৫৮),পেশা-কৃষিকাজ, শ্রী অরুন কুন্ডু(৮০)পেশা-দোকানদারি,মোঃ বদিয়ার রহমান (৫৫)-কৃষক, শ্রী শরত্চন্দ্র (৬৬)-কৃষক, মোঃ হাসান শেখ(৫৬) পেশা-বড়াভাজা বিক্রিকরা-এদের ভাষ্যমতে মতে জানা যায়, সুদীর্ঘ ২০ বছর জনতার ভোটে পাশকরে মেম্বার হওয়া ভাল মানুষ ছাড়া কিভাবে সম্ভব ? তাছাড়া চাঁনআলী মেম্বার এলাকায় প্রচুর পরিমান কাজ করার দরুন ও সুখে দুঃখে মানুষের পাশে দাড়ানোর দরুন সে বারংবার ভোটে পাশ করেছে ৷ এলাকার জনতা হেসে খেলে চাঁদ আলী মন্ডলকে মেম্বার করেছেন ৷ এখন ও এলাকায় ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে ৷ স্থানীয়রা আরো জানিয়েছেন, চাঁদ আলী মেম্বারের পিতা মৃত কিয়াম উদ্দিন মন্ডল একজন ভাল কৃষক ছিলেন তরমুজ ও করলা উস্তা চাষী ছিলেন ৷ মুলতঃ তরমুজ ও করলা উস্তের চাষে-তার সমকক্ষ কেউ ছিলেন না ৷ দীর্ঘদিনের তরমুজ ও করলা উস্তা চাষ করেই কিয়াম উদ্দিন মন্ডল ছিলেন মুটামুটি টাকা পয়সা ওয়ালা বড়লোক, সাথে সাথে বড়মনের মানুষও ছিলেন ,ছিলেন একজন সমাজ সেবক আর সেই সমাজ সেবক ঐতিহ্যবাহী কৃষক কিয়াম উদ্দিন মন্ডল এর সুযোগ্য বড় সন্তান চাঁদ আলী মেম্বার এখন একজন চেয়ারম্যান পদপ্রার্থী ৷
চাঁদ আলী মেম্বার ২০০১ সালে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির অত্যাচারে প্রায় এবছর যাবত্ পলাতক অবস্থায় ছিলেন ঝিনাইদহের ক্যাসেল ব্রিজের পাশে একটি বাড়িতে ৷ প্রায় ৩৫ বছর আওয়ামীলীগ করার কারনে গত বিএনপির আমলে ঝিনাইদহে,মাগুরা ও রাজবাড়িতে জেল খেঁটেছেন অসংখ্যবার ৷
চাঁদ আলী মেম্বার সুদীর্ঘ ২০ বছর মেম্বার থাকা কালীন সময়ে এলাকায় যে উন্নতি করেছেন তা বলে ভাষায় ব্যাক্ত করা যাবেনা ৷ তবে লাঙ্গলবাধ কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ৮ শতাংশ জমি, নতুনভুক্ত মালিথিয়ার গোরস্থানে ৮ শতাংশ ,জনস্বাস্থ্য সাপ্লাই পানির অফিসের জন্য ১০ শতাংশ জমি সহ ৩০ পাখী জমি অথাত্ প্রায় ৬ একর জমি দান করেছেন ৮নং ধলহরা চন্দ্র ইউনিয়নের বিভিন্ন খাতে ৷
তাছাড়া এলাকাবাসীর জন্য ব্রিজ,কালভার্ট,পানি খাবার কল, প্রয়োজন অনুযায়ী সরবরাহ ও স্থাপন করেছেন ৷ সুখে ও দুঃখে এলাকাবাসীর সদা সর্বদা খোঁজ খবর নেন তথা সমস্যা থাকলে তার সমাধান করে ফেলেন যথাসম্ভব ৷ যার ফলে এলাবাসী চাঁদ আলী মন্ডলকে মেম্বার থেকেেএবার চেয়ারম্যান হিসাবে দেখতে ও পেতে চায় ৷ ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নে অধিবাসীরা কখন ও ভুলতে পারবেন না চাঁদ আলী মেম্বারের কর্মকথা ৷