রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোনীত-৪
আলীকদমে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোনীত-৪
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে চারটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর প্রাথমিক মনোনয়ন সম্পন্ন হয়েছে ৷ দলীয় একক প্রার্থী হিসেবে ১নং আলীকদম ইউনিয়নে জামাল উদ্দিন (বর্তমান চেয়ারম্যান), ২নং চৈৰ্যং ইউনিয়নে ফেরদৌস আহামদ (বর্তমান ইউপি সদস্য), ৩নং নয়াপাড়া ইউনিয়নে ফোগ্য মার্মা (বর্তমান ইউপি সদস্য) এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন ক্রাতফুং ম্রো’কে মনোনয়ন দেওয়ার জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে ৷ কে পাচ্ছেন নৌকা প্রতীক; এই প্রশ্নের অবসান ঘটিয়ে কেন্দ্রী কমিটির অনুমোদনক্রমে যে কোন সময় আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে প্রার্থীরদের নাম ৷
নির্বাচন কমিশন কতৃক প্রথম দফা নির্বাচন তফশীল ঘোষনার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে মাঠ চষে বেড়ানো ৷ বিগত নির্বাচনগুলোর সাথে এবারের নির্বাচন পদ্বতিগত ভাবে কিছুটা ভিন্ন হওয়াতে প্রার্থীদের নানা জল্পনা কল্পনার ঘটিয়ে অবশেষে মনোনয়ন ৷ কে হবে দলের প্রিয় ব্যক্তি আর কে হবে বিদ্রোহী এই ভয়ে কুড়ে কুড়ে খাওয়া থেকে গুটি কয়েক পরিত্রান পেলেও বিষন্নতায় ভুগছে অনেকেই ৷ তবে বিগত পৌরসভা নির্বাচনে ভোটারদের কাতারে যেসব ভোটারদেরকে দেখা যায়নি এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটারের কাতারে দেখা যাবে তাদেরকেও৷ নির্বাচন কমিশনের ঘোষনা মতে হালনাগাদ ভোটার তালিকা দিয়েই এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এতে নতুন ভোটারদের জোয়ার কোন দিকে গড়াবে সেটাও মাথায় রাখছেন প্রার্থীরা ৷
এদিকে দফায় দফায় বৈঠক ও জনমত জরিপের পর প্রার্থীদের চুড়ানত্ম তালিকা প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রেরণ করার সিদ্ধানত্ম নিয়েছে উপজেলা আওয়ামী লীগ৷ তবে তৃণমূল পর্যায় থেকে প্রতিটি ইউনিয় কমিটিকে দলীয় একক প্রার্থী মনোনয়নের নির্দেশের উপর ভিত্তি করে ইউনিয়ন কমিটি পদত্ত তালিকা অনুযায়ী প্রার্থী নির্বাচিত করা হয়নি বলে জানিয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ৷ এদিকে এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ঘোষনায় ক্ষমতাসীন দলের টিকিট পেলে নির্বাচনি বৈতরণী পার হওয়া সহজ হবে এ ধারণায় আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী ছিল অনেক বেশি ৷ শেষ পর্যন্ত দুটি ইউনিয়ন নিয়ে গঠিত আলীকদম উপজেলায় নবসৃষ্ঠ আরো দুটি ইউনিয়ন হওয়ায় মোট চারটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে চারজনকে মনোনয়নের জন্য প্রাথমিক নির্বাচন করা হয়েছে ৷ তবে প্রথম দিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে বেশ কয়েকজনকে দেখা গেলেও আপাতত মাঠ ছেড়ে সরে দাঁড়িয়েছেন এদের অনেকেই ৷
এবিষয়ে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা বলেন, আমরা প্রতিটি ইউনিয়ন থেকে মনোনয়নের জন্য একক প্রার্থী তালিকা চুড়ান্ত করেছি ৷ যা ইতিমধ্যে আমরা জেলা আওয়ামী লীগের বরাবরে পাঠিয়েছি ৷ আমরা আশাবাদি যে, যাদেরকে আমার তালিকাভুক্ত করেছি তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী৷ আমার বিশ্বাস তারা জয় লাভ করবে৷