মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ৪পর্যটক অপহরণ : মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল
পানছড়িতে ৪পর্যটক অপহরণ : মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দেওয়ানপাড়া এলাকা হতে একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক মাইক্রোবাসসহ ৪পর্যটককে অপহরণ করা হয়।
সোমবার ২৪ জানুয়ারী রাতে এ অপহরণের ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহরণকারীরা নিজেদের আঞ্চলিক দল জেএসএস সদস্য পরিচয় দিয়ে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তবে পরে এ দাবি অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন মনে করছে অপহরণের কাজটি পাহাড়ি এ সশস্ত্র সংগঠনটিই করেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ভাইবোনছড়া বাজার এলাকায় পর্যটকসহ মাইক্রোবাসটি পাওয়া যায়।
পরবর্তীতে, অপহৃত পর্যটকদের নিকট থেকে জানা যায়, ৬৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পর্যটকদের মাঝে অপহরণ আতঙ্ক বিরাজ করছে।
পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন স্থানীয় অপহরণ আতঙ্ক বিরাজ করায় খাগড়াছড়িতে পর্যটক কমে এসেছে।