রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাদুল্যাপুরের ৩নং দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা
সাদুল্যাপুরের ৩নং দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা
রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি::গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে৷সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় এ উপলক্ষে পরিষদ চত্তরে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান জীম মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের গাইবান্ধার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন সাদুল্যাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহনাজ আকতার৷
এতে বক্তব্য রাখেন দামোদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছামছুল আলম ডাবলু, সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব রহমান ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের গাইবান্ধা জেলা আহবায়ক শহিদুল্লাহেল কবীর ফারুক, মরুয়াদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন মন্ডল মামুন, সাদুল্যাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সাদুল্যাপুর উপজেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও স্থায়ীয় সমাজ সেবক ওসমান গণি মন্ডল প্রমুখ৷
পরে দামোদরপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজী মাওলানা মো. আবদুল হামিদ ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু বিবাহ মুক্ত রাখতে উপস্থিত স্কুলের শিক্ষার্থী, নারী-পুরুষকে শপথ বাক্য পাঠ করান৷ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্ধ কাজী, ইমাম ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন৷
এরপর দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান জীম মন্ডল আনুষ্ঠানিকভাবে ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু বিবাহ মুক্ত’র ঘোষণা দেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন নিয়ামতনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম৷
উল্ল্লেখ্য, সাদুল্যাপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ সংগঠনের উদ্যোগে সভা, সেমিনার, মানববন্ধন ও অভিভাবক সমাবেশ অব্যহত রয়েছে৷ ইতোমধ্যে বনগ্রাম, ভাতগ্রাম, ইদিলপুর, খোর্দ্দকোমরপুর, ফরিদপুর ও সর্বশেষ দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে৷