শিরোনাম:
●   চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   চুয়েট অফিসার্স এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত ●   আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা ●   গণমাধ্যম কমিশন সিলেটের বিভাগীয় কমিটির পরিচিতি সভা ●   বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন : সাইফুল হক ●   রাউজানে ব্যবসায়ী হত্যা ৪৮ ঘণ্টায় হয়নি মামলা ●   মাটিরাঙ্গায় চলাচল রাস্তা বন্ধের অভিযোগ ●   মিরসরাইয়ে ১০ কেজি গাঁজা সহ আটক-১ ●   নবীগঞ্জে অষ্টপ্রহরব্যাপী কীর্তন বিভিন্ন পেশার মানুষের ঢল ●   ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ ●   ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ●   ঈশ্বরগঞ্জে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি ●   কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ●   বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবাসহ ২০ লাখ টাকা ●   কাউখালীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে বোনের বিরুদ্ধে ভাইদের সংবাদ সম্মেলন ●   রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার ●   পানছড়িতে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত ●   রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা ●   গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা ●   রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ ●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ‘প্রতারণা ও মানহানি’র অভিযোগে আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ‘প্রতারণা ও মানহানি’র অভিযোগে আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা
বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ‘প্রতারণা ও মানহানি’র অভিযোগে আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: প্রতারণা ও মানহানির অভিযোগে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে ১০ জনের নাম উল্লেখ করে সম্প্রতি মামলা দায়ের করেছেন জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি, শাহজিরগাঁও শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী। তিনি বিশ্বনাথ পৌর শহরের শাহজিরগাঁও গ্রামের মৃত আরজান আলীর পুত্র।

মামলার অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে কু-রুচিপূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরের শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মামলার বাদীর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট দাবী করে আদালতে মামলাটি দায়ের করেছেন বাদী।

আদালতে দায়ের করা মামলার অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের শাহজিরগাঁও গ্রামের আওলাদ আলীর পুত্র হাবিবুর রহমান, মৃত চান্দ আলীর পুত্র শানুর আলী, দুলাল মিয়া, সোনাফর আলীর পুত্র নজরুল ইসলাম, ফয়জুল ইসলাম, মৃত আজর আলীর পুত্র রুপ আলী, হাবিবুর রহমানের স্ত্রী মাহিমা বেগম, দুলাল মিয়ার পুত্র কলসুমা বেগম, মৃত আপ্তাব আলীর পুত্র আব্দুস সালাম, শানুর আলীর স্ত্রী শাফিয়া বেগম।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, অভিযুক্ত সালাম, ফয়জুল, নজরুল, রুপদের বিরুদ্ধে বাদী (রফিক) মামলা (বিশ্বনাথ জি.আর ১৭৯/২০১৭ইং) দায়ের করেন ও থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগর সত্যতা পেয়ে আদালতে সেই মামলার চার্জশীট দাখিল করে।

এছাড়াও অভিযুক্তদের সাথে বাদী রফিক আলীর বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে। তাই অভিযুক্তরা বাদীকে তাদের পথের কাঁটা মনে করে তাকে (বাদী) হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত জখম করে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারী শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশে স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রনে বাদী প্রধান অতিথি হিসেবে যোগদান করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়।

এরপর মিথ্যা, বানোয়াট ও প্রতারণার মাধ্যমে গ্রামের মানিক মিয়া ও জামাল উদ্দিনের স্বাক্ষর সংগ্রহ করে উপজেলা শিক্ষা অফিসারের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাদীর বিরুদ্ধে কু-রুচিপূর্ণ উক্তি ব্যবহার, মিথ্যা তথ্য উপস্থাপন করে বানোয়াট ও প্রতারণামূলক অভিযোগ দায়ের করেন।

এরপর ১৬ জানুয়ারী বিকেল ৩টার দিকে শেখ নেছার আহমদ ভিলার নিকটে অভিযুক্তরা রড হাতে নিয়ে বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা করে। বাদী শেখ নেছার আহমদের বাড়িতে উঠে আত্মরক্ষা করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথের লামাকাজীতে নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা

বিশ্বনাথ :: আগামী ৩১ শে জানুয়ারী ষষ্ঠ ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. ফয়ছল আহমদ এর নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ২৫ জানুয়ারী রাত ৮ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর সাথে স্হানীয় পরগনা বাজারে ওই নির্বাচনী সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রীর অঙ্গীকার গ্রাম হবে শহর, তাই উন্নয়ন দেখতে চাইলে আগামী ৩১ শে জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করতে হবে ভোটের মাধ্যমে। আর নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালী হবে, নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সর্বোপুরী নৌকার বিজয়ে নিশ্চিত হবে অবহেলিত বঞ্চিত লামাকাজী ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান বলেন আপনারা নৌকাকে বিজয়ী করুন বিনিময়ে আমরা উন্নয়ন এনে দিবো, আপনারা নৌকার উপর আস্হা রাখুন ফয়ছলের উপর ও বিশ্বাস রাখুন সে (ফয়ছল) যদি কোন দোষ করে থাকে তাহলে আমরা নেতাকর্মীরা তার বিচার করতে পারবো। কারন সে আওয়ামীলীগ মনোনিত। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ে কাজ করুন।
বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী মো. ফয়ছল আহমদ।

ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সামছ উদ্দিন সমছু মিয়ার সভাপতিত্বে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, আব্দুল কালাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আফতাব উদ্দিন মাস্টার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর, পৌর আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন, ডরসেট আওয়ামীলীগের সভাপতি এ আর চেরাগ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিক আলী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শাহনুর হোসাইন, আওয়ামীলীগ নেতা অতুল দেব, যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্টাকালিন সভাপতি একেএম আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ বুরহান উদ্দিন রুবেল, স্হানীয় ভুরকি গ্রামের বাবুল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আলী, মিরপুর গ্রামের মো. নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সেকুল ইসলাম অফিক, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শহীদ খান আতা’র পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিন আহমদ।
এসময় উপস্হিত ছিলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোক্তার আলী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন মেম্বার, আফতাব উদ্দিন আফতর মেম্বার, লাল মিয়া লালু, তাজ উদ্দিন, মো. লালা মিয়া, মোহাম্মদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মো. নুরুল হক, ইরন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর লিকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, উপজেলা ছাত্রলীগ নেতা দিলোয়ার আহমদ, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, জুয়েল আহমদ, মারুফ আহমদ, শিপন আহমদ, কয়েছ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ, আব্দুস সবুর, আকবর হোসাইন, মিজানুর রহমান, কাজল তালুকদার, রহমান, ফয়ছল, হাসান আল মামুন, মাহবুব হাসান, বখতিয়ার, আলম প্রমুখ এবং আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথের দুই ইউপি নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে সরব বিএনপি

বিশ্বনাথ :: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় নেই ধানের শীষ প্রতীক। এরপরও স্বতন্ত্রের ব্যানারে দেশের বিভিন্ন অঞ্চলের মতো ৬ষ্ঠ দাপে অনুষ্ঠিত প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় সরব রয়েছেন বিএনপির সাবেক-বর্তমান একাধিক নেতা।

এছাড়া দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে মেম্বার ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপিপন্থি নেতাকর্মীরা।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া (প্রতীক চশমা), নব-গঠিত লামাকাজী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার (প্রতীক আনারস) একই কমিটির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির (প্রতীক ঘোড়া) এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য তালুকদার গিয়াস উদ্দিন (প্রতীক আনারস), বিএনপির নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া (প্রতিক ঘোড়া)।

এদিকে বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী রয়েছে। তবে নেই জাতীয় পার্টি বা জামায়াতের দলীয় কোন প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহন না করলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিদ্বন্দিতা করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা, রয়েছে নানান জল্পনা-কল্পনা।

অপর দিকে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী বিএনপিপন্থি প্রার্থীদের অনেকেই আবার নিজেকে বিএনপি বা ইলিয়াসপত্নি তাহসিনা রুশদীর লুনার মনোনীত প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছেন। অনেকেই পক্ষে আবার জেলা ও উপজেলা বিএনপির সাবেক-বর্তমান শীর্ষনেতারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় কিংবা তাদের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহনের কারণে বিএনপির হাই কমান্ড তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কি না এনিয়ে কারও তেমন কোন মাথা ব্যাথা নেই। এখন সবার চিন্তাভাবনায় রয়েছে নিজের বিজয় নিশ্চিত করায়।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেহেতু বিএনপি অংশগ্রহন করেনি, সেখানে আমরা কাউকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করতে পারিনা। তবে নিজের পছন্দ অনুযায়ী কেউ কাউকে সমর্থন দিলে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহনের কোন সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি, আসলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ দাপে অনুষ্ঠিত উপজেলার লামাকাজীর ২১ হাজার ৯০৫ জন (পুরুষ ১১ হাজার ৫৫০ জন ও মহিলা ১০ হাজার ৩৫৫) ও খাজাঞ্চীর ২২ হাজার ৫১৭ জন (পুরুষ ১১ হাজার ৭০১ জন ও মহিলা ১০ হাজার ৮১৬) ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দুই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৬ জন মহিলা সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত করবেন।

বিশ্বনাথে এক ব্যবসায়ী চারদিন ধরে ‘নিখোঁজ’

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজারের বিজয় কম্পিউটারের পরিচালক এক ব্যবসায়ী জয়দ্বীপ সরকার (৩৮) চারদিন ধরে ‘নিখোঁজ’ রয়েছেন বলে জানা গেছে।

তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের পুত্র। নিখোঁজের পর নিখোঁজ ব্যবসায়ী জয়দ্বীপের ভাই আপন সরকার বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। ডায়েরী নং ৯৫৯ (তাং ২৪.০১.২২ইং)।

ডায়েরী সূত্র জানায়, গত ২২ জানুয়ারী শনিবার দুপুরে জয়দ্বীপ সরকার বিশ্বনাথ পুরাণ বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিজয় কম্পিউটার’ থেকে কম্পিউটারের মনিটর মেরামত করার জন্য সিলেটের উদ্দেশ্যে যান।

কিন্তু তিনি আর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফিরে আসেননি। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। জয়দ্বীপ সরকারের সন্ধান পাওয়া গেলে ০১৭৫১-৪২৮৪৩২ যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ২৬ জানুয়ারি (বুধবার) জাতীয় পার্টি বিশ্বনাথ উপজেলা আহবায়ক এস এম আরশ আলী বাবলু ও সদস্য সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশ: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থী অংশ গ্রহন করেননি। কিন্তু খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টি সিলেট জেলা জাতীয় পার্টি ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন ঘোষনা করেন। যাহা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।

বিষয়টি দলীয় নেতাকর্মীর দৃষ্টিগোচর হওয়ার পর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, সিলেট জেলা জাতীয় পার্টি ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে শাস্তিমুলক পদক্ষেপ হিসেবে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম রহিত করা হল।

৩০ দিনের মধ্যে খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিব বরাবরে প্রেরণের নির্দেশ প্রদান করা হল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)