বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭১৬টি নমুনা পরীক্ষা করে ১৯৯ জন করোনা শনাক্ত হয়েছেন।
বুধবার ২৬ জানুয়ারি সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা উপসর্গে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জালাল উদ্দীন (৬৫), ত্রিশাল উপজেলার সবেদ আলী (৮০), টাঙ্গাইল সদরের মন্নাছ আলী (৬০), ধনবাড়ি উপজেলার আরিফ মিয়া (২২) ও কিশোরগঞ্জ সদরের শোভা (১৮) মারা যান।
জেলাওয়ারী মৃতদের মধ্যে ২জন ময়মনসিংহ, ২ জন টাঙ্গাইল ও ১ জন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭৭ জন। এর মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭১৬টি নমুনা পরীক্ষা করে ১৯৯ জন করোনা শনাক্ত হয়েছেন।