বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি বন বিভাগ অবমুক্ত করলো পরিযায়ী শকুন
খাগড়াছড়ি বন বিভাগ অবমুক্ত করলো পরিযায়ী শকুন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিযায়ী হিমালয়ান গ্রীফন ভালচার প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ।
খাগড়াছড়ি সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী দুপুরের দিকে খাগড়াছড়ি সদর বন বিভাগ রেঞ্জের আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে শকুনটি অবমুক্ত করা হয়।
বন বিভাগের তথ্য মতে, ২০২১সালের ৩০ডিসেম্বর খাগড়াছড়ি সদরের ধর্মপুর ও ৪মাইল এলাকা থেকে আহত অবস্থায় ২টি শকুন উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে শকুন ২টি চিকিৎসাধীন অবস্থায় গত ৯জানুয়ারী একটি শকুনের মৃত্যু হয়। অপরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আজ অবমুক্ত করা হলো।
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে ২লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের ঝুরিঝুরি পাড়া বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্প এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগে ৩ব্যাক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারী) উপজেলার মেরুং ইউনিয়নের ঝুরিঝুরি পাড়া বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্প এলাকায় রাতের আঁধারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ১৫ধারা মোতাবেক মো: আবদুর রহমান, মো: আলমগীর হোসেন ও মো: খলিল নামে ৩জনকে ২লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ঘোষনা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ডামট্রাক জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, রাতের আঁধারের পাহাড় কাটার অভিযোগে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫সালের ১৫ধারায় পাহাড় কাটার অপরাধে ২লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।