বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জাল জম্ম নিবন্ধন তৈরীর অভিযোগে রাউজানে যুবক আটক
জাল জম্ম নিবন্ধন তৈরীর অভিযোগে রাউজানে যুবক আটক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কম্পিউটার দোকানে জাল জম্ম নিবন্ধন তৈয়ারী করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, রাউজান উপজেলা সদর ফকিরহাট বাজারের কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটি দোকানে আসেন রাঙ্গামাটি জেলার মাইনি এলাকার বাসিন্ধা (বর্তমানে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় বসবাসকারী) প্রবাসীর স্ত্রী মোছামৎ আমেনা খাতুন। জম্মনিবন্ধন তৈয়ারীর জন্য তার কাছ থেকে ২ হাজার ৫’শত টাকা নিয়ে দোকানের মালিক মোহাম্মদ মোস্তাফা (২৫) নোয়াখালী জেলার কোম্পানী গঞ্জ উপজেলার ৫নং চরফকির ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, সচিব নাজিম উদ্দিনের স্বাক্ষর ও সিল দিয়ে জাল জম্ম নিবন্ধন সনদ তৈয়ারী করে দেয়। আমেনা খাতুনের বর্তমান ঠিকানা দিয়ে ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও কাউন্সিলর কাজী ইকবালের নাম বাদ দিয়ে নোয়াখালী জেলার কোম্পানী গঞ্জ উপজেলার ৫নং ফকির চর ইউনিয়নের ঠিকানায় করে দেয়। দোকানদারের বিরুদ্ধে জাল জম্ম নিবন্ধন সনদ দেওয়ায় আমেনা খাতুন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায় ওয়ার্ল্ড কম্পিউটারের দোকানে। এসময় দোকানের মালিক মোস্তাফা (২৫)কে আটক করে। তাকে জাল জম্ম সনদ তৈয়ারীর অপরাধে তিন মাসের বিনাশ্রম দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করার জন্য থানায় সোর্পদ করেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, জাল জম্ম নিবন্ধন সনদ, জাল আইডি কার্ড তৈয়ারী করা কম্পিউটারের দোকানের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ জারী করা প্রজ্ঞাপনে জম্ম বা মৃত্যুর সনদ দেওয়ার ক্ষেত্রে ৪৫ দিন বয়স হলে বিনা ফিতে জম্মনিবন্ধন দিতে হবে । ৪৫ দিন থেকে ৫ বৎসর বয়স হলে ফি দিতে হবে ২৫ টাকা। ৫ বৎসরের উর্ধে হলে ফি নিতে হবে ৫০ টাকা, জম্ম তারিখ সংশোধনের জন্য ১শত টাকা। জম্ম তারিখ ব্যতিত পিতার নাম মাতার নাম ঠিকানা সহ অনান্য তথ্য সংশোধনে ৫০ টাকা। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মুল সনদ তথ্য সংশোধনে কোন ফি দিতে হবেনা। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সনদ সরবারাহে ফি ৫০ টাকা করে নিতে হবে। সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনা অমান্য করে কোন জনপ্রতিনিধি, সচিব অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।