শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে দীর্ঘ ১ বছর পর আলমগীর হত্যা মামলার আসামী গ্রেফতার
নবীগঞ্জে দীর্ঘ ১ বছর পর আলমগীর হত্যা মামলার আসামী গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ ১ বছর পর অবশেষে ২৮ জানুয়ারী শুক্রবার বিকালে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামী রুয়েল মিয়া (৩৫) কে গ্রেফতার করে। রুয়েল মিয়া উপজেলার নিজ আগনা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। শনিবার ২৯ জানুয়ারি সকাল ১১ টা ৩০ মিনিটে জেলহাজতে প্রেরণ করা হয়।
তৎকালীন সময় ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ ওই ঘটনাটি সড়ক দূর্ঘটনা সন্দেহে ছুরতহাল তৈরী করে জিডি মুলে লাশ মর্গে প্রেরন করেন। এক পর্যায়ে নিহত আলমগীর মিয়ার মৃত্যুর ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন নিহতের পরিবার। শুক্রবার ২৮ জানুয়ারি বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ওসি(তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর এলাকায় একটি চা স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করেন। মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।
তথ্য অনুসারে জানাযায়, ২১ জানুয়ারি ২১ইং ৪৪৩নং জিডি মুলে মৃতের ছুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। উক্ত জিডিতে স্থানীয় লোকজনের বরাত দিয়ে সড়ক দূর্ঘটনায় আলমগীর মিয়া মারা গেছেন মর্মে উল্লেখ্য করেন ফাড়ি ইনচার্জ শামছুদ্দিন খাঁন। সাথে সাথে মৃতের পরিবার এর প্রতিবাদ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। নিহতের স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক এ বিষয়ে নবীগঞ্জ থানায় কোন মামলা, জিডি বা অপমৃত্যু মামলা হয়েছে কি না প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দেন। আদালতের আদেশে প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে ইনাতগঞ্জ ফাড়িঁ ইনচার্জ শামছুদ্দিন খানঁ জিডি হয়েছে উল্লেখ্য করে একটি প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদন যাওয়ার পর বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে রুজু করার জন্য ওসি নবীগঞ্জ কে নিদের্শ দিলে মামলাটি রুজু হয়। মামলার তদন্তভার দেয়া হয় ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে। সম্প্রতি মৃত আলমগীর মিয়ার ময়না তদন্ত রিপোর্ট আসলে তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসামী গ্রেফতারে মাঠে নামেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের মাধবপুর নামকস্থানে একটি চা স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বলেন, শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।