শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরবাস » যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে লিবডেম নেতা অহিদ উদ্দিনের বই ‘বিহাইন্ড দ্যা উইন্ডো প্রকাশিত
যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে লিবডেম নেতা অহিদ উদ্দিনের বই ‘বিহাইন্ড দ্যা উইন্ডো প্রকাশিত
লন্ডন, ২৭ জানুয়ারি ২০২২ :: যুক্তরাজ্যের লিবডেম ও বিকল্পধারার নেতা রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের লেখা দুইটি বই বাংলাদেশে প্রকাশিত হয়েছে।
জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার কলি প্রকাশনী থেকে প্রকাশিত বই দু’টি হলো: ‘বিহাইন্ড দ্যা উইন্ডো ও ‘অ্যান অনফরগেটেবল ফ্যামিলি’ ( একটি অবিস্মরণীয় পরিবার )।
‘বিহাইন্ড দ্যা উইন্ডো যুক্তরাজ্যে অভিবাসী এশিয়ান ও আফ্রিকান সম্প্রদায়ের জীবনধারা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে রচিত। বইটি ব্রিটিশ ইতিহাসের এক সময়ের স্থিরচিত্র। বইটিতে যুক্তরাজ্যে অভিবাসী বাংলাদেশি পরিবারের সত্য গল্প যেমন রয়েছে, তেমনি রয়েছে পাঞ্জাবি ও চীনা সম্প্রদায়ের অভিবাসীদের ইতিহাস। এছাড়া যুক্তরাজ্যের রাজনীতি, অর্থনীতি, যোগাযোগ, বহুসাংস্কৃতিক সমাজ ইত্যাদির বিবরণ লিপিবদ্ধ হয়েছে। ‘বিহাইন্ড দ্যা উইন্ডো বইটিতে ১৯৬০, ৭০ ও ৮০-এর দশকে ব্রিটেনের বর্ণবাদী দল স্কিনহেডস, ন্যাশনাল ফ্রন্ট, রুড বয়েজ, পাঙ্কস-এর বর্ণবাদী আক্রমণসহ লেখকের চোখে দেখা নানা ঘটনার কথা বিধৃত হয়েছে।
লেখকের প্রকাশিত দ্বিতীয় বই ‘অ্যান অনফরগেটেবল ফ্যামিলি’ (একটি অবিস্মরণীয় পরিবার। বইটি বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত।) বইটি মোহাম্মদ অহিদ উদ্দিনের বংশধরদের তালুকদারির ইতিহাস নিয়ে রচিত। এছাড়া অহিদ উদ্দিনের তৃতীয় বই ‘অ্যা পাথ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ যন্ত্রস্থ রয়েছে।
উল্লেখযোগ্য যে, মোহাম্মদ অহিদ উদ্দিন গত ৮ জানুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৬ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। বাংলাদেশে থাকাকালীন তিনি ঢাকায় তার বই তিনটির প্রকাশনা কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনি সিলেট সফর করেন। এ সময় অহিদ উদ্দিন সিলেট মহানগরীতে অবস্থিত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বিয়ানীবাজার, নিজ গ্রাম দেউলগ্রাম, জকিগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ ও মৌলভীবাজার সফর করেন।
সিলেট ও নবীগঞ্জ সফরের সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল। অহিদ উদ্দিন ১৩ জানুয়ারি দৈনিক আলোকিত সিলেট-এর সাংবাদিকদের সঙ্গে পত্রিকা কার্যালয়ে মতবিনিময় করেন।
লিবডেম নেতা অহিদ উদ্দিন ২১ জানুয়ারি জাসদের সাধারন সম্পাদক ও ফেনী-১ আসনের এমপি শিরীন আখতারের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেন। তিনি ২৩ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা দক্ষিণখানের সাবেক চেয়ারম্যান এস.এম তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন।
অহিদ উদ্দিন ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ২৭ জানুয়ারি লন্ডন সময় দেড়টায় লন্ডন পৌঁছান।