শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » শ্রমিক লীগের সম্পাদক আজম এর বিরুদ্ধে কুষ্টিয়াতে শ্রমিকলীগের বিক্ষোভ
শ্রমিক লীগের সম্পাদক আজম এর বিরুদ্ধে কুষ্টিয়াতে শ্রমিকলীগের বিক্ষোভ
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম আযম খসরু সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃংখলা ভঙ্গের প্রতিবাদে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ২৯/০১/২০২২ তারিখ শনিবার সকাল ১১ ঘটিকার সময় বিক্ষোভ সমাবেশ করেন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম আযম খসরু ২৫-০১-২০২২ খ্রিঃ তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সহ বিভিন্ন মিডিয়ায় তথাকথিত শৃংখলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে অগঠনতান্ত্রিক, অসাংগঠিনক ও অবৈধভাবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা তৎকালীন বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব নুর কুতুব আলম মান্নান, যুন্ম সাধারণ সম্পাদক জনাব খান সিরাজুল ইসলাম, যুন্ম সাধারণ সম্পাদক জনাব বি এম জাফর ও দপ্তর সম্পাদক জনাব এটিএম ফজলুল হক সহ নেতৃবৃন্দকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে বহিস্কার করে যা সম্পূর্ণ অবৈধ ও বেয়াদাবির সামিল এর প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ এক প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি তমেজ উদ্দিন ইউসুফ সভায় লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম মতিউর রহমান বলেন, আযম খসরু অগঠনতান্ত্রিক, অসাংগঠিনক ও অবৈধভাবে বহিস্কার করেন যা গঠনতন্ত্রে বলা আছে বহিস্কার করতে হলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ছাড়া বহিস্কার এখতিয়ার তার নেই৷ এসময় কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ- সভাপতি মো. জিল্লুর রহমান, মো. আব্দুর রশিদ, মো. হামিদুর রহমান যুন্ম সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম যুন্ম সাধারণ সম্পাদক মো. পলাশ মিয়া যুন্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম লেবু সহসাধারণ সম্পাদক মো. বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান মিন্টু সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রচার সম্পাদক মো. আব্দুর রশিদ মিরপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খোকসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. সাইদুল ইসলাম দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের যুন্ম আহবায়ক মো. আনিসুর রহমান সদস্য সচিব মো. মাহি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন৷
দৌলতপুরে আওয়ামী রাজনিতিতে চৌধুরী পরিবার অবদান, ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয়
কুষ্টিয়া :: কুষ্টিয়া দৌলতপুরের আওয়ামী রাজনীতিতে চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করণে সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর যেমন উল্লেখযোগ্য অবদান রয়েছে। ঠিক তেমনি অবদান রয়েছে তার ছোট ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরির। টোকেন চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আওয়ালীগের দুর্দিনেও তিনি যেভাবে কাজ করে গেছেন, বর্তমানেও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রেজাউল হক চৌধুরীর আরেক ভাই হোগলবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। সম্প্রতিক সময় দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুরি দরবার শরীফের হত্যা মামলার আসামি পলাতক পীর তাছেরের পক্ষ নিয়ে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নে দৌলতপুর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। সেই ধারাবাহিকতায় হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জান চৌধুরী লোটন সহ চৌধুরি পরিবারের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে দৌলতপুর উপজেলার সাধারণ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ আসছে চৌধুরী পরিবার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে আমি ও আমার পরিবার কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন,দৌলতপুরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী কিছু কুচক্রী মহল। তাদের মূল উদ্দেশ্য মিথ্যা প্রচারের মাধ্যমে চৌধুরী পরিবারকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে দৌলতপুরে আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করা । এ বিষয়ে দৌলতপুর আওয়ামী যুবলীগের নেতারা বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের হাজারও নেতা কর্মির প্রাণের স্পন্দন চৌধুরী পরিবার। সেই পরিবারকে হেয় প্রতিপন্ন করতে উঠে-পড়ে লেগেছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী একটি কুচক্রি মহল। তারা আরো বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগকে সুসংগঠিত করতে চৌধুরী পরিবার ভূমিকা অনস্বীকার্য। তাই ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তারা বলেন, কোন ষড়যন্ত্র করেই দৌলতপুর আওয়ামী লীগকে দমানো যাবে না।