রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » লংগদুতে চাইল্যাতলী কমিউনিটি ক্লিনিকে শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা
লংগদুতে চাইল্যাতলী কমিউনিটি ক্লিনিকে শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা
আব্দুল আজিজ,লংগদু প্রতিনিধি:: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি জেলার লংগদু উপজেলার পশ্চিম চাইল্যাতলী কমিউনিটি ক্লিনিকে শিশুদের বিশেষ সেবা এবং গর্ভবতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলট্রাসোনগ্রাফি পরীক্ষা করা হয়েছে ১৭ মার্চ । লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ক্লিনিকে সেবা ও গর্ভবতী মায়েদের আলট্রাসোনগ্রাফী পরিক্ষা,গর্ভবতি স্বাস্থ্য পরিক্ষা ও চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএসআই ডাঃ মোঃ শওকত হোসেন। আলট্রাসোনগ্রাফী পরিক্ষা শেষে গর্ভবতী মায়েদের ভিটামিন বি, আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়।পশ্চিম চাইল্যাতলী কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ প্রোভাইডার জোহুরা খাতুন শিউলীর তত্বাবধানে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা প্রদান সমাপ্তি কালে সিসি সভাপতি ও ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্যা হাজেরা বেগম বলেন,আমরা লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তার এই মহতি উদ্যোগের জন্য ।
স্থানীয়রা বলেন আমাদের গ্রামের কমিউনিটি ক্লিনিকটি নির্মাণের পর থেকে বিশেষ করে নবজাতক শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় এক অনন্য দিষ্টান্ত সৃষ্টি করেছে । আমাদের গ্রামে এখন আর গর্ভবতি মায়েদের চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাতে হয় না । সদ্য জন্মগ্রহণ করা নবজাতকেরা মৃত্যুবরণ করে না চিকিৎসার অভাবে ।আমাদের গ্রামে এই গরিবের ডাক্তারখানাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদক্ষ ধাত্রীদ্বারা অবহেলায় মরতে হয়না গর্ভবতি মায়েদের । কারণ আমাদের কমিউনিটি ক্লিনিকেই এখন সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ চিকিৎসক রয়েছে যার ফলে আমাদের ক্লিনিকেই এখন প্রতিনিয়ত ডেলিভারী হচ্ছে। যাকে আমরা রাত ২টা অথবা ৩টা নয় যে কোন মূর্হুতের পাশে পেয়েছি সার্বক্ষনিক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি । তার এই নিজেস্ব মহতি উদ্যোগের জন্যই আমরা দুর্গম এলাকা গুলোতে কমিউনিটি ক্লিনিকের মত গরিবের ডাক্তারখানা পেয়েছি ।