সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
সাইফুল মিলন, গাইবান্ধা :: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নের ৭৯টি ভোটকেন্দ্রে ৫’শ ৭১টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলায় ৮ ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ।
কনকনে শীতকে উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এই উপজেলার ৮ ইউনিয়নে ১লক্ষ ৭১হাজার ৫’শ ৭২জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮৫হাজার ৪১ ও নারী ৮৬হাজার ৫’শ ৩১জন ভোটারের বিপরীতে ৫৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত সাধারন সদস্য ১’শ ৪৯জন ও সাধারন সদস্য পদে ৪’শ ১০জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
নিরাপদ নির্বিঘ্নে ভোট গ্রহন সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া একজন নির্বাহী ও আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমান আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠ পরিবেশ রক্ষায় মাঠে রয়েছেন।